টুকু ভাইবে দ্যাখো
হ্যাঁ গো বাবু,তুমরা শহর থাইক্যে আইসছ?
কীসের লাইগ্যে?কী নাই তুমাদের ঐ শহরে?
সিখানে বিজলি বাতির ঝলকানি আছে,
রকম রকম বাড়ি আছে,গাড়ি আছে,
রকমারি খাবার আছে, লতুন লতুন পিরহান আছে,
খেলা আছে, মেলা আছে
তবে কীসের লাইগ্যে আইস বারে বারে?
ও..হ..ও বুঝেছি, তুমাদের উঠেনে
সবুজ মাঠ নাই, বন নাই,
উঁচা উঁচা টিল্ হা নাই,কুয়াশ ঢাকা
খাড়া পাহাড় নাই!
ঝর্ণার ঝর-ঝরানি নাই
বনে -বাদাড়ে পাইখ-পাখালির
কিচির-মিচির শব্দ নাই।
ছাড়া গোরু নাই,মোইষ নাই
বাঘ-ভালুক-হাতি নাই।
আর থাইকবেকেই বা কী করে বল?
তুমরা কী আর সেই অবস্থা রাইখেছ?
তুমরা হইলে শহরের বাবু লক,সইভ্য মানুষ!
গাছ কাইট্যে,গাড়্ হা ভাতাঞ্ বাসা বনাও
একেবারে ঝকঝইকা-চকচইকা।
কালো ধুঁয়ার বিষে লীল আকাটকে দাও ঢাইকে।
আর শ্যাষকালে টুকচা ফেরেশ হাওয়া খাইতে।
আনখাই ভীড় কইরছ হামদের দ্যাশে।
আর হামদের লেল্ হা ভাইবে
কতকিছু যে লিলে কাড়্ হে
তা বুইঝবে ক্যামনে?
তবে সত্যই হামরা লেলহাই বঠি ,
পহিল পহিল নাই বুঝি বাপ।
শুনলি হামদের পাহাড়ে ন'কি
ফ্যাক্টিরি হবেক।
বিদেশি বাবুরা কী এক'ট বনাবেক।
যে'ট পৃথিবীর মইধ্যে সেরা হবেক।
যেমনি বলা অমনি কাজ
হামরাও ফূর্তিয়ে লাইচতে লাগলি।
তা'বাদে যখন দেখলি একে একে
হামদের শাল গেল,পিয়াল গেল
মহুল গেল
তখন সইত্য বলছি মাইরি----
বুকের ভিতরট মোচড় দিতে লাইগ্ ল
কাখে কী বইলব,কে শুনবেক
হামদের কথা!
'বুক ফাটে তাও মুখ ফুটে নাই।'
বাবুরা বইলতে লাইগল----
দ্যাখ্ ন ক্যামন পাল্টাঞ্ দিব ইঠিনট
রাইত'ট লাইগবেক যেমন দিন
শ্যাষে ত'রাই চিনতে লারবি।
ত হঁ বাবু, হামরা সত্যই
অনেক কুছু চিনতে লারছি।
সেই লিরিবিলি জুছনার রাইত নাই
জুছনা রাইতে মিঞা-মরদের সুহাগমাখা পিরিত নাই।
চাইরদিক এমন সাজন সাজাঞ্ দিল
যে হামদের শখ-আহ্লাদটুকুও
কাইড়্ হে লিলেক শহরের বাবুরা।
এখনও কান পাতলেই শুইনতে পাই---
টুরগার কান্দ্ না,বামনীর কান্দ্ না।
বুকের উপর হাতুড়ির ঘা,গাঁইতের ঘা।
ঘায়ে ঘায়ে হঁয়ে গেইলছে
গ'টা এক'ট দগদইগা ঘা।
এই ঘায়ের কন্ হ মহলম নাই!
সত্য কইরে বল'ন বাবু----
হামদের ই দ্যাশ'ট যে পাল্টাল
ত তাথে হামদের কী লাভ হইল?
হামরা ত এখনও সেই তুমাদের
আইঠ পাত উঠাই শুধু দু'টা
ভাতের লাইগ্যে।
কত বাবু-বিবি গাড়ি কইরে আসে,
খিচিক খিচিক ফটক তুল্ হে,পলাশ গুঁজে
আর ধুলা উড়াঞ্ চইলে যায়।
একবার ভাইলেও দ্যাখে নাই হামদের দিকে!
এক'ট ন'য়াও জুটে নাই হামদের কপালে।
তবে কীসের পরিবর্তন?কীসের সভ্যতা?
সবাই ত দেখছি লুঠেরার দল
হামদের বুক চিরে সব রস নিঙাড়্যে নিয়ে
গুছাছে নিজেদের আখের।
টুকু ভাইব্যে দ্যাখন বাবু-------
কথাগিলান কি হামি মিছা বললি?
No comments:
Post a Comment