দুঃখকে কর জয়
দুঃখ আমার এতই আপন
আমি দুঃখকে ভালবাসি।
দুঃখের নৌকায় করি ভ্রমণ
সুখের নেশায় ভাসি।
নদীর বুকে জোয়ার - ভাটার
চলছে খেলা অবিরাম।
সুখ-দুঃখের গাড়ির ছোটার
নেই কোন বিরাম।
রাশি রাশি দুঃখের মাঝে
আসে তাৎক্ষণিক সুখ।
শত দুঃখ গ্লানি ও বোঝে
দুঃখী জনের মুখ।
সুখের নেশা বড়ো নেশা
খুঁজতে হলে পরে।
দুঃখের উপর রেখে আশা
চলবে মনের জোরে।
No comments:
Post a Comment