Monday, August 9, 2021

লেখিকা স্বপ্না বনিক -এর একটি গল্প

 মহালয়ার ভোর


প্রতিটি বাঙ্গালীর জীবনে মহালয়ার ভোর নিয়ে আসে এক নতুন উন্মাদনা। সারা বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় এই ভোরে। আবেগঘন মহালয়ার ভোরে আমরা ভেসে যাই এক অনন্ত আনন্দের দুর্বার স্রোতে। একে অপরকে ভালবাসার চিহ্ন স্বরূপ কিছু উপহার দিয়ে ধন‌্য মনে করি নিজেকে। সৌহার্দ‌্যপূর্ণ এই ভালবাসার বুঝি কোন সংজ্ঞা নেই, নেই কোন রীতিনিয়ম।

এই মহালয়ার ভোর আমার জীবনে গভীর অর্থবহ। এই দিনেই পেয়েছিলাম আমার আদরের ভাইকে। মহালয়ার ভোরে বাবার সঙ্গে আমিও গিয়েছিলাম গঙ্গার ঘাটে। বহু নরনারীর সমাগমে সরগরম ছিল গঙ্গার ঘাট। পুরোহিতদের মন্ত্র উচ্চারণের সঙ্গে চলে তর্পণের বিবিধ প্রক্রিয়া। বাবা তর্পণ সেরে ঘাটে ওঠার মুখে দেখেন একটি ৩/৪ বছরের শিশু হাঁপুস নয়নে কেঁদেই চলেছে। পাশে ওর মা বা আত্মীয় পরিজন কেউ নেই। বাবার বুভুক্ষু পিতৃহৃদয় কোলে তুলে নিল সেই অসহায় শিশুটিকে। কোন্‌ যাদুমন্ত্র বলে শিশুটির কান্না মুহূর্তে থেমে গিয়েছিল সেদিন। আমার মা তাকে পুত্রস্নেহে পালন করে তাকে বড় করার দায়িত্ব নিলেন।

আজ আমার সেই ছোট্ট ভাই বিখ‌্যাত শল‌্য চিকিৎসক। বিদেশে পড়াশোনা করে প্রচুর ডিগ্রীও লাভ করেছে সেই ছোট্ট ভাইয়ের জন‌্য আজ আমি গর্বিত। ওর জন্ম-বৃত্তান্ত অজ্ঞাত বলে মহালয়ার শুভ দিনটিই ওর জন্মদিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।


No comments: