Monday, August 9, 2021

কবি সর্বাণী ঘড়াই -এর একটি কবিতা

 আয়ুতে ভরেছি রঙ


 মনের উচ্ছলতায় ভরেছি

             রঙ

লাল নীল গেরুয়া সবুজ


কোথাও ভরিনি সাদা 


সে তো জন্মগত অধিকারে পেয়েছি আত্মায়।


সূর্যের ঔরসে গায়ে মেখেছি রামধনু রঙ 

উজ্জলতায় ঢেকেছি শরীর

মনের রঙ উড়িয়েছি

 আকাশে বাতাসে প্রকৃতির মাঝে


যদি ঘাস ফুল হয়ে বেঁচে থাকি হাজার আয়ু নিয়ে


ধূসর ঝরা পাতায় মিশে যাক সাদা ছাই ।


লাল নীল সবুজের খেলায় জীবন জোয়ারে ভেসে যাক অস্থি কলস।


জন্ম মৃত্যুর ব্যবধানে সাদা রঙে বেড়ে যাক পৃথিবীর আয়ু।

No comments: