Sunday, August 1, 2021

বদ্রীনাথ পালের দুটি ছড়া

    রহস্য


খোকন শুধায় মা'কে তাহার ''বলতে পারো তুমি-

আকাশ কেন নীল হল আর সবুজ বনভূমি ?

সাগর হল নোনা কেন, ফুল কেন মা ফুটে-

নদী কেন সব ছেড়ে মা সাগর পানে ছুটে" ?


মা হেসে কন "বলব কি আর,শোন ওরে তুই খোকা-

প্রকৃতির-ই খেলা এসব,এই জেনে রাখ বোকা !

ভুমিকম্প হোক না কেন, হয় যদি বা খরা-

জানবি সব-ই এই প্রকৃতির খেয়াল বশে করা।

লেখাপড়া শিখে যখন আরও বড় হবি-

জানতে তখন পারবি খোকা,এ রহস্য সব-ই" !

___________________________


       গবেষণা


ব্যাকরণ ফাঁদে পড়ে 'ঘাম' যদি 'ঘর্ম'-

কেন নয় 'আম' তবে হয় যদি 'অর্ম' !

'হাসি'-টার দোষ নাই হয় যদি 'হাস্য'-

কোন্ দোষে দোষী তবে 'বাঁশি' হলে 'বাস্য' !

'চাঁদ' যদি হতে পারে ভালোবেসে 'চন্দ্র'-

কিবা দোষ 'ফাঁদ' যদি হয়ে যায় 'ফন্দ্র' !

আকছার্ দেখা যায় 'ধান' হয় 'ধান্য'-

গোলমাল কেন তবে 'গান' হলে 'গান্য' !

এইসব গবেষণা করে কবি সদ্য-

ভুতনাথ লিখে ফ্যালে একখানি পদ্য।

No comments: