সাহিত্য নিয়ে এখনো যারা চর্চা করে চলেছেন তাদের প্রতি সাধারণ মানুষের তথা পাঠকদের এক কর্তব্যবোধ থাকা প্রয়োজন। প্রয়োজন শ্রদ্ধা নিবেদন করা।
কবির চিন্তাভাবনা কবির কাছেই সীমাবদ্ধ। যিনি পাঠক তিনি পাঠকের মতো করেই বুঝবেন এটা সাধারণ ঘটনা। কিন্তু কবিকে সমালোচনার মাধ্যমে বানবিদ্ধ করা পাঠকের অধিকার নেই। কারণ একজন কবি নিজস্ব ভাবনায় যেভাবে বাস্তবকে দেখেছেন সেভাবে একজন পাঠক নাও অনুভব করতে পারেন। তাই প্রয়োজন এক লেখক ও পাঠকের মধ্যে সামঞ্জস্য পূর্ণ বোঝাপড়া। এতে সাহিত্য জগতের সমৃদ্ধি সর্বদা আকাশচুম্বী থাকবে। তাই লিখুন। পড়ুন। সমৃদ্ধ করুন World Sahitya Adda পত্রিকাকে।
ধন্যবাদান্তে
World Sahitya Adda Team
No comments:
Post a Comment