মোবাইল
দুনিয়া এসেছে হাতের মুঠোতে প্রানপাখি খাঁচা ছাড়া
দেখে সবে বলে কি দারুণ চিজ দেখিনি এমন পারা।
হাতে যদি নাহি থাকে মোবাইল বুঝি প্রাণ নাই ধড়ে
জানিনা ঠাকুর এ চিজ বিহনে বাঁচবো কেমন করে।
দিবসে কি রাতে যত কথা হয় কমই তার দরকারি
“হ্যালো হাই” আর “কোথা আছো তুমি” এ কথাই চলে ভারি।
“টিফিনের প্যাকে দিয়েছি পরোটা খেতে ভুলে গেছো নাকি
খেয়ে নিও ফল যা দিয়েছি কেটে কিছুই রেখো না বাকি”।
আমি ভাবি কত ভালোবাসে মোরে খোঁজ নেয় ঘড়ি ঘড়ি
আসলে মৃত না বেঁচে আছি আমি জানাটা যে দরকারি।
ল্যান্ড ফোন এত ব্যাস্ত ছিল না থাকতো ঘরের কোনে
নেহাৎ বিপদ ছাড়া কখনোই পড়তো না কারও মনে।
আজকে মানুষ কোন কাজ ছাড়া ব্যাস্ত ভীষণ রকম
হাতে যদি কোন কাজ নাও থাকে করে সদা বকবকম্।
ঘরে কি আপিসে যেখানেই থাকি থাকে না তো কথা বন্ধ
প্রতিদিনই প্রাণ যায় অকাতরে রাস্তা তে যেন অন্ধ।
পাশের সীটেতে বসে আছে কেউ ভ্রূক্ষেপ করি নাকো
অসুবিধা হলে ভাড়া করো গাড়ি নইলে চুপই থাকো।
স্ট্যাটাস বেড়েছে স্ট্যান্ডার্ড হাই ফোন ধরা থাকে হাতে
জ্ঞান কতদূর এলেম কতটা সব ঢাকা পড়ে তাতে।
কেন যে জানিনা থাকলে পকেটে হাইফাই প্রোফাইল
স্ট্যাটিক জীবনে দুরন্ত গতি সাধ্যের মোবাইল।।
No comments:
Post a Comment