শিশুদের কষ্ট
কচি কচি শিশুরা
স্কুলে যায়,
পিঠে বোঝা বই টেনে
কষ্ট যে পায়।
ব্যাগে থাকে পেন্সিল
তিন হালি খাতা,
কি করে ঠিক থাকে
শিশুদের মাথা।
ওজনটা খুব বেশী
খাতা অার বই,
দুঃখটা বুঝবে
সে মানুষ কই ?
মা বাবা ব্যস্ত
ভোর বেলা ওঠে,
নাস্তাটা সেরে তাই
স্কুলে ছোটে।
খেলাধুলা ভুলে গেছে
সময়টা কই ?
দিনরাত সাথে থাকে
বই অার বই।
ডোরেমন ভালো লাগে
তবু মানা করে,
এত কিছু ছোটদের
মগজে কি ধরে।
শিশু অার শিশু নেই
যেন বই মেলা,
কচি কচি মুখগুলো
বড় অবহেলা।
_________________________________
হেমন্ত এলো ফিরে
পাগলা বাতাসে ভেসে ভেসে বুঝি
হেমন্ত এলো ফিরে,
খুশীর দোলায় মেতেছে সবাই
সুখের পরশ ঘিরে।
মাঠে মাঠে দেখি পাঁকা পাঁকা ধান
চাষীরা গায় প্রান খুলে গান।
ফড়িং নাচে অাপন মনে
প্রজাপতি করে খেলা,
সারা বাংলায় কিশোরের দল
মন খুলে করে খেলা।
ঘরে ঘরে অাজ ধানের গন্ধ
কবিরা লেখে কত ছন্দ।
সাদা ঝলমল মুক্ত অালো
হেমন্তের এই দিনে,
খেজুরের রস বড় মিষ্টি
বাঙালিরা খায় কিনে।
হেমন্তের এই হিমেল সকালে
সূর্যমামার অাশায়,
মুঠো মুঠো সুখ যেন ফিরে অাসে
অঢেল ভালবাসায়।
No comments:
Post a Comment