প্রয়োজন
আজও কোথায় যেনো
এক আকাশ বুকের হাহাকার
মাটিতে সোঁদা গন্ধ পাইনা
দিন কেটে যায়,রাত কেটে হয় ভোর
আলোগুলো ক্রমশ ...
সময় নিশানায় ঘোড়া ছুটছে
টগবগ টগবগ
বিশ্বাসে আজও চায়ের কাপটা
ডিসে বসানো
না হয় সারা আকাশ জুড়ে একটাই নক্ষত্র থাকুক
সুভাষ - আজ তোমায় বড় প্রয়োজন।
No comments:
Post a Comment