সব জায়গায় ডাক্তার লাগে না
বাড়িতে প্রসুতি!
এ্যাম্বুলেন্স ডাকতে হবে
এক্ষুনি ডাক্তার চাই।
লেবার রুমের দরকার।
নর্মাল বা সিজার (যাই হোক লাগবে)!
সন্তান জন্ম নেবে
সে পুরুষ কিংবা নারী
যে কোন লিঙ্গের হতে পারে।
মানুষ হোলো কিনা--
কে দেবে উত্তর!
মানুষ হতে যে এ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্সিং হোম
কিংবা টাকার প্রয়োজন নেই।
চাই শিক্ষা, চাই মানবিকতা
চাই পারিবারিক শিষ্টাচার
চাই শালীনতা, চাই অপরাধ বোধে
নিজের প্রতি বিদ্বেষে
একটা স্বচ্ছতা আনার বোধ
হয়তোবা আরো আরও কিছু।
মানবিকতা কেনা যায় না।
বিক্রিও হয়না কোথাও।
শিখতে হয়।
মানবিক হতে হয়।
যে সন্তান জন্মালো
তার দোষ নেই।
তাকে মনুষ্যত্ব শেখাতে হবে
মানবিক করার লক্ষ্যে এগিয়ে দিতে হবে।
মানুষ হয়েছি কিনা
নিজেকে বারবার প্রশ্ন করতে হবে
মানুষ হতে-- ডাক্তার লাগবে না।
No comments:
Post a Comment