Sunday, August 1, 2021

চিরঞ্জিত ভাণ্ডারীর একটি কবিতা

 ধান পাক্যেছে মাঠে


আঘন মাসট সিমেই গেল মাঠ ভরেছে ধানে

হুদকে উঠে পরাণট মাইরি চিবাই মিঠা পাতি পানে।

কামার ঘরে আনলম পাঁজাই কাস্তাতে চাঁদ হাসে

পাঁকাল ধানের গন্ধটা আজ গোলাপ হয়ে ভাসে।

যুত্যাই লিলম গরুর গাড়ি সাথে হিলা বাড়ি 

গিলাস ভরে লিব গিলে টাটকা খেঁজুর তাড়ি ।

চল বউ চল কাইস্তা হাতে ধান পাক্যেছে মাঠে 

যাবার পথে জল খাব ঐ শালুক ফুটা ঘাটে ।

পান সুপারী দক্তা বিড়ি বাঁধ গো শাড়ির খুঁটে

চাল সিজাতে কাঁচা লঙ্কা পিয়াজ লিবি কুট্যে ।

সোনায় ভরা ক্ষেতের মাঝে তুকে সুহাগ দিব ভরে

বলবি খুল্যে পরাণের কথা মুর হাতটি ধরে ধরে।

কেঁথা কাঁটার চিরুণ করে আঁচড়্যে দিব চুইল

মাথার খোঁপায় গুঁজ্যে দিব লাল গেঁদারই ফুল।

কলমিলতার লুপূর দিব,কানে অপরাজিতা দুল

কাঁইচ-ফলের টিপ পরাত্যে করব না গো ভুল।

ধান কাটত্যে পিরাই যাবেক আস্ত একটা দুপুর 

মনটা ভালো করার লাগ্যে দিব আড়বাঁশিতে সুর।

গুটাই লিয়ে কাজকম্ম ফিরব সাঁঝের বেলা

দেখব আসে হাসছে বেদম সাঁঝ প্রদীপের আলা।

লাল মাটিট সুহাগ ঠাসা আমরা রাঢ় বাংলা বাসি

উঠান ভরা পুন্নিমা চাঁদ বেদম ভালোবাসি বেদম ভালোবাসি ।



No comments: