কণ্ঠে নেই গান
আকাশ উপুড় করে ঢালে কারা জল
শহরে ভাসছে নাও,ট্যাক্সি অচল।
এ কি পানিয়া ভরণ!
বৃষ্টিতে ভেজে মন,ভেজে ঘরদোর
বৃষ্টি ভেজায় সমস্ত অক্ষর
এ কি দেহাতি ধরণ?
বৃষ্টির জল জমে চোখের পাতায়
মাথাটাও বাঁচবে না ঝাঁঝরা ছাতায়
নিঃস্ব জনগণ।
ধুতি শাড়ি পাজামা কামিজ ভেজে ছাদে
কবিদের খাতা ভেজে খসে পড়া চাঁদে
ভেজে প্রতিটি চরণ।
বেহায়া বাতাস এসে এলোমেলো করে
কোনো আবরণ তো ছিল না অন্তরে
তাই রক্তক্ষরণ।
আমার ছিল না,নেই কোনো পিছুটান
আমার কণ্ঠে নেই বর্ষার গান
যা হৃদয়হরণ।
No comments:
Post a Comment