Sunday, August 1, 2021

মায়া বিদের একটি কবিতা

 আ - মরি বাংলা ভাষা

           

মধুর মতো লাগে আমার

      জন্ম দাত্রী মাকে।

আরো মধুর মধুর লাগে

        বঙগ ভাষাটাকে ।

প্রথম যেদিন ভূমিষ্ঠ হই

        ডাকি মা বলে ।

মাই শেখান বলতে বুলি

     কথা বলার ছলে।

বাংলা ভাষায় আঁকি - বুকি

           নতুন বর্ণ শেখা।

মজ্জায় মজ্জায় বাংলা ভাষা

         হয়ে গেছে লেখা।

বাংলায় হাসি, বাংলায় কাঁদি

           বাংলায় গায় গান ।

সাধু, চলিত, বিকৃত হউক

    বাংলায় আমার ধ্যান।

বাংলা ভাষা আমার কাছে

        সোনার রত্ন খনি।

(আজ ও) গর্বের সাথে অহরহ শুনি

        বাংলা'র বিজয় ধ্বনি।

No comments: