বন্ধু মানে
বন্ধু মানে , শৈশব পাওয়া
আনন্দে মাতোয়ারা,
বন্ধু মানে, গল্প-আড্ডা
খুশিতে মন ভরা।
বন্ধু মানে, ঘোরা-ফেরা
দেদার খাওয়া-দাওয়া,
বন্ধু মানে, হৈ-হুল্লোড়ে
উজান স্রোতে বাওয়া।
বন্ধু মানে, বাড়িয়ে দেওয়া
শপথের হাতখানি,
বন্ধু মানে, যত্নে ভরা
বন্ধুত্বের ডালাখানি।
বন্ধু মানে, অসময়ে
পাশে থাকার প্রতিশ্রুতি,
বন্ধু মানে,হাতে হাত রেখে
স্বপ্ন পূরণের জ্যোতি।
বন্ধু মানে, সকাল বিকাল
শুভেচ্ছা বিনিময়,
বন্ধু মানে, বিপদ-আপদে
পাশে থাকার অভয়।
বন্ধু মানে, কোমল পরশ
স্নিগ্ধ আশার বাণী,
বন্ধু মানে, পরামর্শের
ভরসা অনেকখানি।
বন্ধু মানে, সুখ-দুঃখের
সাথী ওগো তুমি,
বন্ধু মানে, শত বাধার
মুশকিল আসান জানি।
বন্ধু মানে, ছলনা নয়
বন্ধুত্বের সাথে,
বন্ধু মানে, আশায় বাঁচি
হাজার দুঃখের মাঝে।
No comments:
Post a Comment