অনেক কথা, শুনবে কখন?
আমার কাছে ,তোমার অনেক কথা
শুনবে কখন?
জমাই থাক!
আমার কথা, তোমার বলার কথাই
মিল-অমিলের শুধুই স্মৃতি
গল্প বানায়, কবিতা হয়,
এসব শুনবে কখন?
জমাই থাক!
কথায় থাক
মনেই থাক।।
ভালোবাসা গুমড়ে কাঁদে, কষ্ট হয় শুনবে কখন?
অনেক কথা, আমার কথা ,
কখন খেয়াল রাখবে?
এসব কথা
জমাই থাক
মনের মাঝে।
শুধুই স্মৃতি হয়ে।
তুমি ব্যস্ত, তোমার কথাতেই
আমি শুধু হারিয়েই যাই----
খোঁজ না পেয়ে।
তুমি নিকট ছিলে
এখন কেন ,অনেক দূরে?
নেইকো কথা, এখন কেন?
কথা যেন হারিয়ে যাচ্ছে---
আঁকাবাঁকা পথ গুলো ধরে!
শুধুই দাগ , মনটা জুড়ে
এসব কথা শুনবে কখন?
কথাতেই থাক
জমাই থাক।।
পারলে তোমার কথাগুলো
আমায় দাও সকালবেলায়
কথায় রেখে, স্বপ্ন দেখাও
কুয়াশা সরিয়ে শুধুই থাকো
""জুঁই ফুল'' জুঁই ফুলে।
No comments:
Post a Comment