Sunday, August 1, 2021

গোবিন্দ মোদকের একটি কবিতা

 আগুন, কাঠ আর অন্ধকারের গল্প



সেটা ছিল একটা অন্য গল্প।

আগুন, কাঠ আর অন্ধকারের গল্প ---

যে গল্পে অন্ধকার ঘনালেই 

একটা অলৌকিক জলযান এসে

নোঙর করতো মাঝদরিয়ায়। 

কিছু আগুনখেকো পতঙ্গ

তুরীয়ানন্দে সাঁতার দিতো লক্ষ্য স্থির রেখে। 

ওদিকে শুকনো কাঠ আর দাউ দাউ আগুনের 

সে কী ভেল্কি ! 

এ আঙুল দেখায়, তো, ও চোখ ঠারে !

তারপর এমনি করে নীলচে হয়ে আসে রাত্রির শরীর, 

থিতিয়ে পড়ে অন্ধকার, 

শিরা জুড়ে তখন তৃপ্তির উন্মাদনা ... 

একটা স্বস্তির ঘুম। 

তবে এটা কোনও ঘুমের গল্প নয় ;

এটা একটা কাঠের গল্প, কিছুটা আগুনের গল্প,

আর বেশিটা অন্ধকারের .....

No comments: