Monday, April 25, 2022

পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশে আবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ || Civic Volunteer Recruitment 2022 || Kolkata Police Civic Volunteer Recruitment 2022


 

     

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর। আবার নিয়োগ হবে সিভিক ভলান্টিয়ার পদে। আপনি যদি শুধু অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলেই আপনি আবেদন করার সুযোগ পাবেন। উচ্চতর শিক্ষিত ব্যাক্তিরাও এখানে ফিলাপ করতে পারেন এবং পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। কলকাতা পুলিশের দপ্তরে নিয়োগ টি হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- সিভিক ভলেন্টিয়ার।
 
মোট শূন্যপদ-  ৩০ টি ।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তবেই আবেদন করার সুযোগ পাবেন। সবথেকে বড় ব্যাপার যিনি আবেদন করবেন তার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না। প্রার্থীকে অবশ্যই শারিরীক ভাবে ফিট থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কলকাতার অধিবাসী হতে হবে।


বয়স- আবেদনকারীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।


কিভাবে আবেদন করবেন- আপনি একমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে নেবেন। এই অফিসিয়াল নোটিশ থেকে আপনি আবেদন পত্রটি পেয়ে যাবেন। সেটি ডাউনলোড করে ফিলাপ করে নেবেন নির্দিষ্ট বয়ানে। সম্পূর্ণ ফর্মটি পূরণ করে তার সাথে গুরুত্বপূর্ণ নথি সেঁটে দেবেন। তারপর খামে ভরে পাঠাবেন। খামের উপর অবশ্যই লিখে দেবেন ‘APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER’.



আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- 
The Deputy Commissioner of Police, Central Division, Kolkata Chairman, Selection Committee 

এই দপ্তরে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে সরাসরি জমা দিতে হবে।

ফর্মের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন-
১) বয়সের প্রমাণপত্র (Self Attested)।
২) আইডেন্টি কার্ড যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যেকোনো একটি (Self Attested)।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজ ফটো।
৫) আরও যদি অন্য কোনো ডিগ্রি থাকে, তার সার্টিফিকেট।


প্রার্থী নির্বাচন পদ্ধতি- এখানে ইন্টারভিউ দিয়ে
প্রার্থীরা নির্বাচিত হবেন।

আবেদনের শেষ তারিখ- ২৬ শে এপ্রিল, ২০২২ বিকেল ৫ টার মধ্যে।




Application form: 




Official Website: 

Wednesday, April 20, 2022

অষ্টম পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি চাকরি, বেতন 19900/- || India Post Group D Recruitment 2022 || Indian post Recruitment


 



চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে মাসিক বেতন পাবেন অনেক - ১৯৯০০ টাকা। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



শিক্ষাগত যোগ্যতা:


যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত রাও এখানে আবেদন করার সুযোগ পাবেন।


বয়সসীমা:-


আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



আবেদন পদ্ধতি:- 


আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে। তারপর পোস্টে পাঠালেই হবে।



প্রয়োজনীয় ডকুমেন্ট:-


1. মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট


2.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।


3. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে


4. ভোটার কিংবা আঁধার কিংবা রেশন কার্ড


5. পদ অনুযায়ী যেসমস্ত ডকুমেন্ট তথা সার্টিফিকেট লাগবে তা অফিসিয়াল নোটিশ এ দেওয়া আছে।



নিয়োগ প্রক্রিয়া:-


এখানে নিয়োগ হবে সরাসরি। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যাচাই করে। অর্থাৎ আবেদন পত্র জমা নেওয়া শেষ হয়ে যাওয়ার পর প্রথমে শর্ট লিস্টিং করা হবে। এর পর ইন্টারভিউ। এরপর কর্ম অভিজ্ঞতা যাচাই করা হবে। সবশেষে মেরিট লিস্ট।




বেতনক্রম:


জয়েন হওয়ার সাথে সাথেই 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী।



পদের নাম:-


যে সমস্ত নিয়োগ হবে সেগুলি হলো, মেকানিক, টায়ার ম্যান, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাক স্মিথ ইত্যাদি পদ।



আবেদনের সময়সীমা: 


আগামী 09/05/2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।




OFFICIAL NOTIFICATION:-


Click here


OFFICIAL WEBSITE:-

Click here


অষ্টম পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি চাকরি, বেতন 19900/- || India Post Group D Recruitment 2022 || Indian post Recruitment





চাকরি প্রার্থীদের জন্য নতুন সুখবর আছে। ভারতীয় ডাক বিভাগে নতুন নিয়োগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে মাসিক বেতন পাবেন অনেক - ১৯৯০০ টাকা। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


শিক্ষাগত যোগ্যতা:

যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত রাও এখানে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা:-

আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি:- 

আপনি সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি সম্পূর্ণ ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে। তারপর পোস্টে পাঠালেই হবে।


প্রয়োজনীয় ডকুমেন্ট:-

1. মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট

2.কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

3. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

4. ভোটার কিংবা আঁধার কিংবা রেশন কার্ড

5.  পদ অনুযায়ী যেসমস্ত ডকুমেন্ট তথা সার্টিফিকেট লাগবে তা অফিসিয়াল নোটিশ এ দেওয়া আছে।


নিয়োগ প্রক্রিয়া:-

এখানে নিয়োগ হবে সরাসরি। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যাচাই করে। অর্থাৎ আবেদন পত্র জমা নেওয়া শেষ হয়ে যাওয়ার পর প্রথমে শর্ট লিস্টিং করা হবে। এর পর ইন্টারভিউ। এরপর কর্ম অভিজ্ঞতা যাচাই করা হবে। সবশেষে মেরিট লিস্ট।



বেতনক্রম:

জয়েন হওয়ার সাথে সাথেই 19,900 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী।


পদের নাম:-

যে সমস্ত নিয়োগ হবে সেগুলি হলো, মেকানিক, টায়ার ম্যান, ইলেকট্রিশিয়ান, ব্ল্যাক স্মিথ ইত্যাদি পদ।


আবেদনের সময়সীমা: 

আগামী 09/05/2022 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।



OFFICIAL NOTIFICATION:-


OFFICIAL WEBSITE:-

Monday, April 11, 2022

রাজ্যে আবার বন্ধন ব্যাংকে 10 হাজার কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 || পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ || WB Bandhan Bank Recruitment 2022 @bandhanbank.com

 


 



রাজ্যে আবার নতুন নিয়োগ। নিয়োগ টি হবে বন্ধন ব্যাঙ্কে। বর্তমানে ভারতে প্রায় 250 টির মতন নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। এই নতুন ব্রাঞ্চ গুলোর জন্য প্রায় 10,000 শূন্য পদে নতুন কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


মোট শূন্যপদ: নতুন নতুন ব্রাঞ্চের জন্য প্রায় 10,000 এর বেশি লোক নেওয়া হবে।  


শিক্ষাগত যোগ্যতা:  মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগটি হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস করবেন ব্যাঙ্ক কর্মীর উচ্চ পদে নিয়োগ হবে।


বেতন: প্রাথমিক স্তরে 14,500/- টাকা । প্রতিবছর বেতন বৃদ্ধি হবে। এছাড়া প্রমোশন হতে থাকবে।


বয়স: প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হওয়া আবশ্যক।



লোকেশন: যেহেতু সমগ্র রাজ্যজুড়ে নিয়োগ টি হবে। তাই আপনার পোস্টিং আপনার বাড়ি থেকে 100 কিলোমিটারের মধ্যে হবে।


আবেদন পদ্ধতি: নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এলাকার লোকাল ব্রাঞ্চে গিয়ে ও অফলাইনে আবেদন করতে পারবেন।


##এখানে চাকরি প্রার্থীদের জন্য ছুটির ব্যবস্থা রয়েছে। এছাড়া ভালো কাজ করলে ম্যানেজার পদে প্রমোশন হতে পারে। যদি আপনার কাছে রেফারেন্স থাকে তাহলে আপনি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন।


OFFICIAL WEBSITE: 

ONLINE APPLY : 



_______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-


Thursday, April 7, 2022

কলকাতা পুর নিগমে ১০৭ জন মজদুর ও পরিবেশ বন্ধু নিয়োগ || পরিবেশ বন্ধু নিয়োগ || Kolkata municipal corporation Recruitment 2022


 



মজদুর:-

পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন চাকরির সুখবর বের হয়েছে কলকাতা পুর নিগমের তরফ থেকে। কলকাতার পুর নিগমে ‘কনজার্ভেন্সি মজদুর' পদে নতুন ছেলেমেয়ে নেওয়া হবে মোট ১০৪ জন। কর্মীকে অবশ্যই বাংলা, ইংরিজি ও হিন্দি/উর্দু /নেপালি/ওড়িয়া ভাষা লিখতে ও পড়তে জানতে হবে তবেই আবেদন করতে পারবেন।

প্রার্থী বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


##কাজ হিসেবে আপনাকে শহরের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করতে হবে, রাস্তা পরিস্কার করতে হবে, আবর্জনা ফেলতে হবে। প্রার্থীর অবশ্যই হাতে টানা গাড়ি, ব্যাটারিচালিত হাইড্রলিক ডাম্পার্স, পায়ে চালানো ভ্যান ও অটো ট্রিপার ট্রাক চালানোর দক্ষতা থাকতে হবে।  


##মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করবে। সর্বপ্রথম লেখা ও পড়ায় দক্ষতা দেখা হবে। এরপর ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টে আপনার আবর্জনা সরানো, লোডিং-আনলোডিং সংক্রান্ত কাজের টেস্ট নেওয়া।


বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে: 

 দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ এপ্রিল লাস্ট ডেট।

 পরীক্ষা ফী - ২০০(তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০)টাকা জমা করতে হবে।


পরিবেশবন্ধু:-

‘পরিবেশবন্ধু' পদে কলকাতা পুর নিগমে কাজের জন্য ৩ জন লোক নেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রতিটি পদই প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। প্রার্থী নির্বাচন করবে মিউনিসিপ্যাল কর্পোরেশন।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ এপ্রিলের লাস্ট ডেট। 

অফিসিয়াল ওয়েবসাইটে : Click here

Tuesday, April 5, 2022

পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন || WB Aasha Karmi Recruitment 2022 || আশা কর্মী নিয়োগ


 

পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য নতুন চাকরির সুখবর। রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ হতে চলেছে। শুধুমাত্র এই পদে মহিলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


পদটির নাম- আশা কর্মী।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।


বয়স- আপনার বয়স অবশ্যই হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।


আবেদনের পদ্ধতি-  অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করবেন নির্দিষ্ট বয়ানে। তারপর সেটি বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি খামে ভরে জমা করবেন সঙ্গে ৫ টাকার ডাকটিকিট সেঁটে দেবেন।

নিয়োগের স্থান- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত ৫টি ব্লকে নিয়োগ করা হবে।

আবেদন ফী- সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।


প্রয়োজনীয় নথিপত্র:

১)শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ পত্র।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) বিবাহিতদের মেরেজ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছেদের ডিভোর্স সার্টিফিকেট। বিধবাদের স্বামীর মৃত্যু শংসাপত্র।





Official Notice: 


Official Website: 

Friday, April 1, 2022

রাজ্যে SSC মাধ্যমে 6000 গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ || SSC MTS recruitment 2022 || SSC Havildar recruitment 2022


 



##SSC পরীক্ষার মাধ্যমে রাজ্যে গ্রুপ ডি পদে (MTS & HAVILDAR) নতুন কর্মী নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা শুধু মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। আমাদের রাজ্যের 23 টি জেলা থেকেই প্রার্থীরা (পুরুষ ও মহিলা ) আবেদন করার সুযোগ পাবেন। চাকরি সংক্রান্ত সমস্ত বিবরণ নীচে আলোচনা করা হল-


পদ গুলির নাম: যে সমস্ত গ্রুপ -ডি পোস্টে নিয়োগ হবে সেই গুলো হল-
MTS (Multi Tasking staff)
Havaldar in CBIC and CBN


কতগুলো শূন্যপদ : MTS ও Havildar দুটি পোস্ট মিলিয়ে প্রায় 6000-8000 এর ও বেশি কর্মী নিযুক্ত করা হবে।



বয়স: আবেদন কারীর বয়স 18 - 27 বছরের মধ্যে হওয়া আবশ্যক। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


  শিক্ষা গত যোগ্যতা: গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য চাকরি প্রার্থীদের শুধু মাত্র মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।


মোট বেতন: 18,000/- টাকা থেকে 25,000/- টাকা প্রতি মাসে আপনি বেতন পাবেন।



গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ 22-03-2022 তারিখ থেকে আবেদন চলবে 30-04-2022 তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি: SSC র অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া আছে দেখে নিন এছাড়া নীচে অফিসিয়াল নোটিশ টি ও দেওয়া আছে ডাউনলোড করে নিন।



আবেদন ফি:  জেনারেল বা OBC প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য লাগবে। ST/Sc প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।



নিয়োগ পদ্ধতি: প্রথমে হবে লিখিত পরীক্ষা ও দ্বিতীয় ধাপে ইন্টারভিউ। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থী নির্বাচন করা হবে।



OFFICIAL NOTICE: 


OFFICIAL WEBSITE: 



______________________________________________



Wednesday, March 30, 2022

100 দিনে কাজে (MGNREGS) পশ্চিমবঙ্গে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে প্রচুর নিয়োগ || WB GRS Recruitment 2022


 


##চাকরি প্রার্থীদের জন্য আমাদের রাজ্যে নতুন সুখবর। রাজ্যে আমার 100 দিনের কাজে গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক(GRS) পদে কর্মী হতে চলেছে। রাজ্যের 23 টি জেলার প্রতিটি চাকরি প্রার্থী (পুরুষ ও মহিলা) এখানে আবেদন করতে পারবেন। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।  



কোন পদে নিয়োগ হবে: 100 দিনের কাজের (MGNREGS) জন্য গ্রুপ সি তথা গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে।


শিক্ষাগত যোগ্যতা: আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তাছাড়া প্রার্থীর সঙ্গে থাকতে হবে কমপক্ষে ছয় মাস কম্পিউটার সার্টিফিকেট।


আবেদন কিভাবে করবেন: অফলাইনের মাধ্যমে এখানে আপনি করতে পারবেন। আপনাকে নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করতে হবে। তারপর সেটির প্রিন্ট আউট করে ফর্ম ফিলাপ করে নেবেন। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দেবেন এবং সেটি খামে ভরে পোস্ট করবেন নীচে দেওয়া ঠিকানায়।



প্রার্থী নির্বাচন পদ্ধতি:  কোনো লিখিত পরীক্ষা প্রার্থীদের দিতে হবে না। সরাসরি নির্বাচন করা হবে। প্রার্থী দের একটি মেরিট লিস্ট তৈরি হবে সেই লিস্টের ভিত্তি করেই চাকরি দেওয়া হবে। 


আবেদন কারীর বয়স: এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18-35 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।


বেতন: প্রতি মাসে আপনাকে 12,000/- টাকা মাইনে দেওয়া হবে।


তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু 23-03-2022 তারিখে। আবেদন চলবে 08-04-2022 তারিখ পর্যন্ত।

 

আবেদনপত্র পাঠানোর স্থান: MGNREGA Cell, Gaighata Development Block, North 24 Parganas.



গুরুত্বপূর্ণ কি ডকুমেন্ট জমা করবেন:

1.আবেদনের ফর্ম
2.মাধ্যমিকের এডমিট কার্ড
3. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
4.পাসপোর্ট সাইজের ফটো
5.আধার কার্ড অথবা ভোটার কার্ড
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
7. কম্পিউটার সার্টিফিকেট




OFFICIAL NOTICE:-



OFFICIAL WEBSITE:-



_________________________________________________




Friday, March 25, 2022

রাজ্যে পোস্ট অফিসে সরাসরি নতুন নিয়োগ || WB Postal Reqruitment 2022 || Indian postal recruitment || Postal agent recruitment


 


 

##পশ্চিমবঙ্গ রাজ্যে পোস্ট অফিসে নতুন নিয়োগের সুখবর। সরাসরি কর্মী নিয়োগ হবে পোস্ট অফিসে।
মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি শুধু মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এটা একটা বড় সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা প্রতিটি প্রার্থী(মাধ্যমিক পাশ যোগ্যতা) আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ টি হবে পোস্টাল এজেন্ট পদে। নীচে সমস্ত বিবরণ আলোচনা করা হল-



শূন্যপদের নাম : পোস্টাল এজেন্ট ( Postal Agent) পদে নিয়োগ হবে। বিভিন্ন সর্কেল অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতায় আবেদন করার সুযোগ পাবেন। অগ্রাধিকার পাবেন যদি আপনার কম্পিউটার এর জ্ঞান থাকে।


আবেদন কারীর বয়সসীমা :  ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে।


আবেদন পদ্ধতি :
আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইন এ কিভাবে আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন। অফিসিয়াল ওয়েবসাইট লিংক নীচে দেওয়া আছে তা ক্লিক করুন। তাছাড়া নীচে দেওয়া ইমেইল এড্রেসেও আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি মেইল করেও আবেদন করার সুযোগ পাবেন।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট :
১) মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র হিসেবে।
২) মাধ্যমিকের মার্কশিট
৩)পাসপোর্ট সাইজের ছবি
৪) উচ্চতর যোগ্যতা যদি  থাকে তাহলে তার সার্টিফিকেট দিতে পারেন।
৫)আধার ও ভোটার কার্ড


সমস্ত ডকুমেন্টস উপরে নীচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে। নিজের সই থাকতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস এ।

যোগাযোগ করুন : Govt. Of India, Department Of Post, O/o the SSPOs, North Kolakta Division, 5A Indra Biswas Road, Kolakta-700037


আবেদনের শেষ তারিখ : আবেদন বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে ২২-০৩-২০২২ তারিখে। বিজ্ঞপ্তি প্রকাশ করার দিন থেকে আগামী ১০ দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।



নিয়োগ প্রক্রিয়া : ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন হবে।

 

আবেদনের জন্য যোগাযোগ করুন :
ফোন নম্বর : (০৩৩) ২৫৫৬ ৭৮৭৭

অফিসিয়াল ওয়েবসাইট : Click here

আবেদনের ইমেইল : dokolkatanorth.wb@indiapost.gov.in


________________________________________________



Sunday, March 20, 2022

রাজ্যে বনদপ্তরে কর্মী নিয়োগ || Forest department recruitment 2022 || বনদপ্তরে নতুন নিয়োগ || বেতন- ২২ হাজার ৪০০ টাকা




 
পশ্চিমবঙ্গ রাজ্যে বন দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল জু অথোরিটি- এর তরফ থেকে। অফলাইন এবং অনলাইন দুই ভাবেই আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-


West Bengal Zoo Authority Research Assistant Recruitment




আবেদনের মাধ্যমঃ অফলাইন এবং অনলাইন।


পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)

বেতনঃ 22 হাজার 400 টাকা প্রতি মাসে বেতন পাবেন।

বয়সসীমাঃ ৩৫ বছরের নীচে।

শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে Zoology/ Wildlife বিষয়ে M.Sc করা থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ভালো অ্যাকাডেমিক রেকর্ড।


শুন্যপদঃ 1 টি 

নিয়োগ প্রক্রিয়াঃ  ইন্টারভিউয় দিয়ে প্রার্থী নির্বাচন হবে।
ইন্টারভিউ স্থান ও তারিখ অফিসিয়াল ওয়েবসাইট এ জানোনো হবে।

চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল।



আবেদন প্রক্রিয়াঃ 

অফলাইন এবং অনলাইন সব মাধ্যমে ই আবেদন করার সুযোগ পাবেন। অফলাইন এর ক্ষেত্রে ফর্মটি ডাউনলোড করে নিন। অফিসিয়াল নোটিশ এ ফর্মটি পাবেন।



অফলাইনে আবেদন পত্র কোথায় জমা করবেন-

পূরন করা ফর্ম সহ অন্যান্য ডকুমেন্টের জেরক্স এই ঠিকানায় পাঠাবেন
- Director, North Bengal Wild Animal Park.

অনলাইনে আবেদন পত্র কোথায় জমা করবেন-

পূরন করা ফর্ম সহ অন্যান্য ডকুমেন্টের পিডিএফ বানিয়ে নিতে হবে। পিডিএফ ফাইলটিকে এই ইমেলে পাঠিয়ে দিতে হবে- dirnbwap@gmail.com.  

আবেদন ফিঃ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন ।


আবেদন শুরু - 14.03.2022
আবেদন শেষ - 21.03.2022



Official Website -

Official notice -



--------------------------------------------------------------------------



Tuesday, March 15, 2022

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্থায়ী পদে গ্রুপ-ডি পিয়ন নিয়োগ || punjab national bank recruitment 2022 || মাসিক বেতন 14,500 টাকা

 




##পশ্চিমবঙ্গ রাজ্যে জেলায় জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন (Peon) পদে কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে নদীয়া জেলার সার্কেলের ব্যাংক গুলি তে পিয়ন পদে কর্মী নিযুক্ত করা শুরু হয়েছে। বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল-


Permanent Group D Peon Recruitment in PNB Nadia


পদের নামঃ  পিয়ন (Peon)

মাসিক বেতনঃ  প্রতিমাসে 14,500 থেকে 28,145 টাকা বেতন পাবেন ‌ এছাড়া পাবেন অন্যান্য ফেসিলিটি।


বয়সঃ বয়স অবশ্যই 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। ST, SC, OBC সরকারি নিয়মে ছাড় পাবেন।

 
শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চমাধ্যমিক পাশ। এছাড়া ইংরেজি পড়া এবং লেখার ক্ষমতা থাকতে হবে। 


নিয়োগের স্থানঃ নিয়োগ হবে নদীয়া জেলার বিভিন্ন শাখায়। তাই আবেদনকারীকে হতে হবে নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা। 


শুন্যপদঃ  15 টি (SC-3, ST-1, OBC-3, UR-7, EWS-1) 


আবেদন প্রক্রিয়াঃ

 দরখাস্তের আকারে একটি ফর্ম বানিয়ে নিতে হবে। দরখাস্তে তে সমস্ত তথ্য দিতে হবে তা নীচে দেওয়া হল। এই দরখাস্তের দরকারি নথিপত্র সেঁটে দিতে হবে। একটি খামে ভরে খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।  


দরখাস্তে যেসমস্ত তথ্য দিতে হবেঃ

PNB Nadia Peon Application

খামের উপর লিখতে হবে- ‘‘সাব অর্ডিনেট ক্যাডারে পিওন পদের জন্য দরখাস্ত’ ।

পাঠানোর ঠিকানাঃ
চিফ ম্যানেজার, এইচআরডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কল অফিস নদীয়া, ১/৪, এল কে মৈত্র রোড, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ, পিন-৭৪১১০১।  


শেষ তারিখঃ  20 মার্চ 2022




 

  Official Website: 


Official notice Download: