Monday, October 30, 2023

জীর্ণ পৃথিবী - রিঙ্কু পাল || Jirna Prithibi - Rinku pal || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 জীর্ণ পৃথিবী 

         রিঙ্কু পাল 



পৃথিবীটা পুড়ে যাচ্ছে ঘুষঘুষে জ্বরে ।

ঘামে ভেজা আস্তিন গুটিয়ে আমরাও যাচ্ছি ক্ষয়ে

কতকটা বা সয়ে প্রখর তাপের দহন ।

হাঁড়িতে ফুটছে জল অথচ চাল বাড়ন্ত ।

বিশ্ব-জোড়া খিদে থেমে থাকে না ; 

নেমে পড়তে হয় সকলকেই 

রোজনামচার অলিতে গলিতে 

কিনে নিতে হয়; ছিনিয়ে নিতে হয় 

মুখের গ্রাসাচ্ছাদন অথবা ফুটপাথ যাপন ।

তারই মাঝে চিনে নিতে হয় জাত গোখরো 

নয়তো খেতে হয় বিষাক্ত ছোবল। 

ভাঙছে-গড়ছে রোজ নদীটার এ-কুল ও-কুল ।

তবু রোজ নদী-পাড়ে বসত গড়ে মানুষ। 

জীবনের ভাঙাগড়া খেলায় বসে সংসারের মেলা ।

জীবিকা-জীবন-সম্পর্কের নিক্তিতে মাপা হতে হতে 

মানুষ ধুলো-কাদা মাখা পৃথিবী থেকেই 

ওড়া'য় সুখ দুঃখের ফানুস। 

এদিকে ক্রমবর্ধমান জীবনের মাশুল গুনতে গুনতে

জীর্ণ পৃথিবীও জীর্ণতর হতে থাকে 

পুড়ে যেতে থাকে ঘুষঘুষে জ্বরে ।

দ্বিতীয় কোন নিক্তি নেই - চিরঞ্জিত ভাণ্ডারী || Ditio kono nikti nei - Chiranjeet vandari || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 দ্বিতীয় কোন নিক্তি নেই

     চিরঞ্জিত ভাণ্ডারী



আতসকাচেরও মুখ থুবড়ে পড়ে 

চরম ভাবে ঠকে বাড়ি ফিরে আসা যখন সুনিশ্চিত 

বুকের ভেতর কেবলি এক কুয়াশার পাহাড়

যতই ভাঙি ততই সে বাড়ে দুরন্ত কলেবরে।


এতই সস্তা কী?যে তুমি চিনে নিয়ে

টানবে বিভাজন রেখা

প্রেমিকের বেশে থাকা সুজনের এমনই প্রীতিময় ব্যবহার 

যার মাধুরি মধু টানে কে না হয়েছে মশগুল 

সুগভীর বিশ্বাসে।



মাথা ঘামানোর খুব একটা দরকার নেই 

তুমি শুধু এগিয়ে যাও দুর্বার গতিতে

প্রতিভার আলো বিচ্ছুরণের মতো

দ্বিতীয় কোন নিক্তি নেই মানুষ চেনার।

নতুন জন্মদিন - সৌহার্দ্য মুখার্জী || Notun Jonmodin - Souhardho Mukherjee || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 নতুন জন্মদিন

    সৌহার্দ্য মুখার্জী



আমার বাড়ির পাশে একটা নদী থাকুক।

নগর সভ্যতার কোলাহল ছাপিয়ে তার ভাষা তীব্রতর হোক।

আমার বাড়ির পাশে থাকুক দেবদারু, পাইনদের বিরাট পাহারা।

আর থাকুক পাহাড়ি সর্পগন্ধার দল।

চাঁদের আলো আমায় স্নান করিয়ে যাক প্রতি রাত্রে।

আমি ঘাসের সবুজ গালিচাই শুয়ে ওই চাঁদের আলো মদিরার মত পান করব

আমার বাড়ির পাশে থাকুক আদিত্য রশ্মি মাখা পাহাড়ের দল।

তাদের কোলে দাঁড়িয়ে আমার দর্পের সমাধি বানাতে চায়।

আমি ভোরের কুয়াশায় তামাকের ধোঁয়া মিশিয়ে দেবো প্রতিদিন।

আমার বনানী ঘেরা বাড়ি থাকুক একটা।

যেখানে আবিষ্কার করব আমার নতুন জন্মদিন।


স্বাধীন - সুমিত কুমার রানা || Swadhin - Sumit Kumar Rana || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 স্বাধীন 

সুমিত কুমার রানা



স্বাধীনতা?

সে তো অলীক এক কল্পনা। 

সাম্রাজ্যবাদের থাবায় সাধারণ আজ শিকার ছাড়া কিছুই নয়.....

সাম্যবাদ পুঁজিবাদের পায়ের নীচে পৃষ্ঠ হয় সকাল থেকে সন্ধ্যায় !

মৌলিক অধিকারের হরনে তবু মোরা স্বাধীন, মোরা সবাই স্বতন্ত্র....

মুখ খুললে, উচিৎ বললে সর্বশান্ত হই, লাশ হই।

কতো জন মর্গে, কেউ হয়েছে কাক, চিল, কুকুর, শকুনের আহার !

খবরদারি শুধু ওরা দেখায়, আইন কানুন আছে যতো সব আমাদের তরে-

দিনের শেষে লেলিয়ে দিল, ব্যাস!

আমরা স্বাধীন বলির পাঁঠা,

আমরা সবাই জগতের সাধারণ খেটে খাওয়া লোক।

আশা থাক বুকে ধরা - ঝুমা করাতি || Asha thak buke Dhora - Jhuma korati || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আশা থাক বুকে ধরা

          ঝুমা করাতি



অমানিশা ঘিরে ধরে কালো ছায়াময়,

ঠোঁটে ধরা নিকোটিন কলজের ক্ষয়।

মার বুকে শিশু কাঁদে অমৃত অভাবে,

হায়না নেকড়ে ঘোরে মাংসের লোভে।

পুড়েছে নরম হৃদয় হয়েছে কঠিন,

পোড়া গন্ধে পচে যায় মনের গহীন।


দীর্ঘ এক সুখ ঘুমে আমি চেয়ে দেখি,

ছাই এর গাদায় ছোট জীবনের উঁকি।

কচি পাতা দুলে ওঠে শীতল হাওয়ায়, 

মায়ের স্তন্য ভরা মাতৃ সুধায়।

পথি মাঝে ভিক্ষুক ভিক্ষা ছেড়ে ,

জীবনের সুর ভাঁজে একতারা ধরে।

নিকোটিনে পোড়া ঠোঁটে জীবনের গান

আনন্দ মুখর হয়ে নেচে ওঠে প্রাণ।

জ্যোৎস্না দিয়েছে ঢেলে আলোর হাসি,

মানুষে মানুষে হোক ভালোবাসা বাসি।

শিকারির শিকার - আঁখি রায় || Sikarir Sikar - Ankhi Ray || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

শিকারির শিকার

        আঁখি রায়



কালো আঁধারে হারিয়ে যাচ্ছে নরম সবুজ প্রাণগুলো ৷

হাত বাড়ালেও পায় না নাগাল শান্ত শিখার আলো ৷

বন্ধ ঘরের চার দেওয়ালে আটকে থাকে অবিচার ৷

সিলিং ছোঁয় অশালীনতা, অট্টহাসি আর চিৎকার ৷

সুযোগবাদী নরপিশাচরা প্রতিশোধের আগুন জ্বালে ৷

নিকোটিনের ছ্যাঁকা দিয়ে নবীন বরণ উৎসবে মাতে ৷

নোনা জলে চাদর ভিজলেও ,প্রতিবাদের মুখে কুলুপ ৷

তুললে আওয়াজ হুমকি দিয়ে শাস্তি দিতে হয় উন্মুখ ৷

রঙিন জলে শরীর ভিজিয়ে,আধুনিকতার বুলি আওড়ায় ৷

বর্বরতা ঠোঁটে রেখে,স্বল্প জ্ঞানে ঝুলি ভরায় ৷

আজ মনুষ্যত্ব গ্রাস করেছে হিংসাত্মক প্রতিযোগিতা ৷

কলার ধরে নামায় মাটিতে,আইন গৃহে পৌঁছায় না কথা ৷

ব্যথায় মোড়া স্বপ্নগুলো চাপা পড়ে যায় বইয়ের ভাঁজে ৷

স্তব্ধ হয় বাঁচার তাগিদ, কোল খালি করা হাহাধ্বনি বাজে ৷

ভোলার মহালয়া শোনা - নিখিল মিত্র ঠাকুর || Volar mohalaya Sona - Nikhil Mitra Thakur || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 ভোলার মহালয়া শোনা

     নিখিল মিত্র ঠাকুর



শিউলি ঝরা ভোরের বেলা,

শুনবে মহালয়া,

রেডিও খুঁজে বেড়ায় ভোলা,

ঘরময় চরকি দিয়া।


গিন্নি ঘুমায় নাক ডাকিয়া,

টেনে তোলে ভোলা,

বলেন গিন্নি দাঁত খিঁচিয়া,

মাচায় আছে তোলা।


নামায় ভোলা ধূলা ঝেড়ে 


সারা বছর পরে,


রেডিও শুধুই বলে কে রে?

আমায় হাতে ধরে!

জ্যোৎস্না - উৎপলেন্দু দাস || Jyotsna - Utpalendu Das || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 জ্যোৎস্না

 উৎপলেন্দু দাস



এখনো আঁধার নামে আনন্দ মুছে

দিবসে নিশীথে না বলে কয়ে

চোখ ভেসে যায় চোখের ভিতরে

অপেক্ষায় কেটে যায় প্রতিদিন

খুঁজে ফিরি তোমায় আকাশ জুড়ে

এই জনমের জননীর স্নেহ করুণার আলো

পরম পাওয়া ছোট্ট যাত্রা পথে

রেখেছে কৃতজ্ঞ অন্তর সদা আলোকিত করে ।


তারপর আঁধার মুছে হেসে ওঠে 

সেই মায়াবী আলো

তারারা সরে যায় ঢের ঢের দূরে 

অজগরের মত এক অমোঘ অনুভূতি 

অদম্য আকর্ষণে টানতেই থাকে

জ্যোৎস্না নাম্নী সেই মানবীর কাছে পেশ

যে রেখে ছিলো জঠরে আমায় দশমাস ধরে।  

প্রেমের সাক্ষী - জয়ন্ত কুন্ডু || Premer Sakkhi - Joyntu kundu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 প্রেমের সাক্ষী

        জয়ন্ত কুন্ডু




তোমার আমার প্রেমের সাক্ষী নদীর প্রতিটি ঢেউ,

আকাশের ওই বাঁকা শশধর, প্রেমের সাক্ষী সে-ও|

আকাশের সব ছোট বড়ো তারা প্রেমের সাক্ষী আছে,

দু'জনের নাম লেখা আছে দেখো বনের প্রতিটি গাছে|

পার্কের যত ঘাস আর গাছ প্রেমের সাক্ষী তারা,

প্রেমের সাক্ষী কালো মেঘ আর প্রতিটি বাদলধারা|

রাস্তার মোড়ে রাস্তার বাঁকে আমাদের শুধু স্মৃতি,

কলেজের প্রতি বেঞ্চিও জানে আমাদের প্রেম-প্রীতি|

সিনেমা হলের কোণার সিটটা আমাদের কথা জানে,

প্রেমের কাহিনী ভেসে ওঠে যেন রবি ঠাকুরের গানে|

আইসক্রিম ও ফুচকা জানে তো দু'জনের কথা যত,

বাইকের সিট সেও তো সাক্ষী প্রেম যে করেছি কত|

রেস্তোরার যে টেবিল চেয়ার, সাক্ষী তারাও আছে,

প্রেমের সাক্ষ্য রাখা আছে সব যেন প্রকৃতির কাছে|


এইতো এবার কাব্য ফুটুক - রবীন প্রামাণিক || Eito ebar kabbo futuk - Robin Pramanik || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 এইতো এবার কাব্য ফুটুক

          রবীন প্রামাণিক 


একটু করে খুললো কপাট আসলো আলোর রেখা

উঠছে জেগে জীবন কলি পাবো এবার দেখা!


মনের আশায় চেয়ে আছি ঈশ্বান কোনের পাছে

ফুটবে আলো উঠবে বাতাস আসবে প্রাণের কাছে।


দুরন্ত সেই বাতাস কখন করবে লুটোপুটি 

কাশের মাঠে শিউলি তলে কতই না খুনসুটি!


সাদা মেঘের ওড়াউড়ি আকাশ ভরা ছুটি 

কোথায় কখন যায় যে ছুটে মৌমাছিদের জুটি ।


পদ্মবনে বক্ষ ভরা প্রেমের ছোঁয়া চলে 

স্নিগ্ধ শীতল স্পর্শ নিয়ে ফোটে দিঘির জলে ।


দেশ বিদেশে বার্তা দিলাম মেঘের বুকে দিয়ে 

ঘরে ফেরার এই নিমন্ত্রণ দিলাম আশা নিয়ে ।


এইতো তুমি আসবে বলে তোমায় পাবার ছলে

মেধা-মন আর পৌরুষ ছেনে যুক্ত করি দলে ।


এই তৌ তুমি কাব্য আমার জন্ম জন্ম ধরে

বাজাও বাঁশি নতুন করে রাখো জীবন ভরে ।

Sunday, October 29, 2023

দৃঢ় আবদার - বিদিশা চক্রবর্ত্তী || Dridho Aabdar - Bidisha Chakraborty || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 দৃঢ় আবদার

     বিদিশা চক্রবর্ত্তী 


চাঁদের আলো, নদীর পাড়,

ঝিকিমিকি হীরে ছড়ানো আকাশ -

বড্ড কাব্যিক উপস্থাপনা মনের মরীচিকার।

সঙ্গটা হোক অমাবস্যার ঘন তমসাময় রাতে;

কিংবা নির্জন, শুনশান দীর্ঘ পথে; অথবা,

কোনো শ্মশানের কাছ ঘেঁষা গভীর বনে।

প্রতিশ্রুতির ঠুনকো অভিনয় নয়,

হোক প্রবীণতার ছোঁয়ায় সম্পর্কের প্রতিস্থাপন।

জমকালো সাজপোশাকের আড়াল ছেড়ে

স্বচ্ছ, কোমল আসল রূপের অন্তর্দর্পণে চোখাচুখি।

হারিয়ে যাওয়ার প্রহসন নাটকের

হোক পুরু যবনিকা পতন।

দৃষ্টি যাক যেদিকেই চিন্তন, মননে

অদ্বিতীয়ার চরাচর স্থায়ী হোক।

আনন্দের ঝর্ণায় গা ভাসানোর বদলে

জনজোয়ারের স্রোতে মুঠোয় দৃঢ় হাত।

শত ব্যস্ততার মাঝে একটু খোঁজখবর,

ভুল বোঝাবুঝির প্রাচীর ভেঙে ছন্দমিল।

অনেক সুন্দরের ভীড়ে মন জুড়ে থাক এক।

নিঃস্বার্থ, নিস্পাপ সম্পর্ক জন্ম জন্মান্তর

মনের টান থাকুক অমরত্বের বাঁধনে।

কেন তুমি - দীপক বসু || Keno tumi - Dipak Basu || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 কেন তুমি

          দীপক বসু


কেন তুমি এত চঞ্চল হয়ে ওঠো

হৃদয় কে বিলিয়ে দাও যথা তথা

মাটিকে কেন ভালোবাসো

নদীকে মন দিয়ে দাও সকালে

সবুজ জড়িয়ে ধরো কাছে

আকাশকে বলো তোমাকেও আমি ভালোবাসি বড়!

তুমি পাখি ডাকো বুলবুলি টিয়ে

ঘাসের বুকে খুব গোপনে হাত বুলাও 

এ সব ভালো বাসা তুমি আমাকে দাও না কেন

দুহাত ভরে!

তুমি আমাকে দাওনা কেন

একটু হাসি 

কিছু কথা

 মন টাকে দিয়ে!

আমি তো নষ্ট করিনা কিছু

দেয়নি তোমার কিছু ফেলে!

আয়রে তোরা জলদিরে - বিজন বেপারী || Aire tora Joldire - Bijan Bepari || Kabita || কবিতা || Bengali Poems || Bengali poetry

 আয়রে তোরা জলদিরে

    বিজন বেপারী


মেঘ রোদ্দুরের লুকোচুরি

এমন ছবির নেইতো জুড়ি

কী যে মধুর খেলা,

ঘোড়ার বেগে ছুটছে কে সে

রাজা রাণী নায়ের বেশে

শুভ্র মেঘের ভেলা।


নদীর দুকূল শান্ত অতি

মাঝ খানেতে চপল মতি

বাড়ায় মায়া চোখে,

বলি তাকে ওহে নদী

আমার যদি বন্ধু হতি

কে বা তাকে রোখে?


শরৎ আকাশ শিউলী তলে

ফুল কুড়িয়ে মালা গলে

দুগ্গা মায়ের মন্দিরে,

কাশের বনে খুশির জোয়ার

আজকে বিকেল নয়তো শোয়ার

আয়রে তোরা জলদিরে।