কবি মায়া বিদ -এর একটি কবিতা

 বনধে মাতরহম


হ্যঁ গো বুড়হ বাবহু,

অ্যাজখে কি বটেক গো।

সুখাল থ্যাইখেই আমহাকে বলছেক,

তরহণী কাকহা তুমহি ও যাভেক গো।


কি একডা ফ্রিসহাদে পরলুম ব্যাপহু,

আমহী মুনলিশ খেইটে খ্যায় ।

লিজের মতহো কইরে থ্যাখহি,

ক্যার ও কোইনো খেতি করহিল্যায়।


কি যে বুলহে গ্যালোক, ছোঁকরা গুলহান,

     আমহী বুঝতে লারছিক গো।

ডরহেতে আমহার পরহানখানহা

         শুদুই ধুরুক - ফুখ, ধুরুক - ফুখ করছেক গো 


আজকে স্বাধীনতা দিবস পালন

     ঐ পুব গাঁয়ের মাঠের ধারে হবে।

তুই আমার সঙ্গে যাবি বুঝলি,

তোকে ও কিছু কথা বলতে হবে।


অঃ সাদীনতা দিবহস, পতপত করে পতহকা উড়বেক আকহাশে, গান গাইবেক, চ্যাচ্যাঙ - চ্যাচ্যাঙ বুলবোক।

আমহাদের পুরব পুরহুষ সিদহু-কানহু,

মোঙগল প্যারানডে, বীরস্যা মুনড্যার কুথা ও বুলবোক।

অ্যারহো অনহেকে জ্যান দিয়্যাছেক,

গরহেবেতে চোকদুখ্যান জলহে ভরুম,

গলহা বরেধো হয়্যা গেলেক ও বুলবোক

"বনধে মাতরহম ", "বনধে মাতরহম "---

জয় হিন্দ।


                       

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ