কবি মিলি দাস -এর একটি কবিতা
অদৃশ্য
ভারতবর্ষের মানচিত্র আঁকবো বলে উরুর উপর বসিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি।
ঐতিহ্য পরম্পরার নির্বাচিত কাহিনী চিত্রায়িত করবো বলে নগ্ন হয়ে ধ্বংসকালীন পরিস্থিতির মুখোমুখি হতে বলেছি।নতুন শতাব্দীতে এক অবিস্মরণীয় সৃষ্টি করবো বলে
হিংস্র পশুর পাশবিকতায় তর্জনী আর মধ্যমা দিয়ে পরিবর্তনের স্রোতস্বিনী ধারাকে দেখাতে সর্বস্ব পণ করেছি।
এখনো তারস্বরে চিৎকার করে বলছো তোমার অনেককিছু দেখা বাকি?
Comments