কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা

 দান করো যত খুশি

প্রতিদান আশা কোরোনা



তুমি তো বিখ্যাত

তুমি তো মানবিক

মানবিকতা তোমার উজ্জ্বল

যারা যা বলছে বলুক--


স্রষ্টা আগেই এরকম ফরম্যাট তৈরি রেখেছিলেন

এটা ঘটেছে স্রষ্টার নির্দেশে নয়

এটা নাটকের একটা অঙ্গ


প্রত্যাশা, প্রতিদান চাইলেই

দুঃখ বাড়বে--

স্রষ্টা যেন বলছেন স্ব আছে

অধীনতা নেই! 

মানুষ আছে মানুষের জবাবি মানবিকতায় । 


না না--

জল আলো বাতাস সবই তো

 গ্রহন করেছো তুমি। 

প্রতি দানে ফেরত দিতে পারোনি কিছুই


তাতে কী? 

সবকিছুই মেনে নিতে শেখো। 


এটা ঘটছে স্রষ্টার নির্দেশেই। 

তুমি কর্মী মাত্র। 

কাজে করো--

 প্রতি দান আশা কোরোনা। 


দিনও তোমার জন্য আলাদা

কিছু ভেবে রেখেছে। 


তাকে সময় দাও। 

যত পারো দান করো

প্রতিদান আশা কোরোনা।।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024