কবি সব্যসাচী মজুমদার -এর একটি কবিতা
ক্রেংকার
ক্লীবে অস্হির হয়ে খুঁজছো
কার জন্মের মতো অন্ধে
দুটো চিল কেঁদে ওঠে...আছড়ায়
তীরে উপগতহীন ঈশ্বর
তটে অস্ট্রাল দেহ উদগ্রীব
আলো জ্বালবো না এই সন্ধ্যায়
ভীত অংকুরতম ভাসানে
তুমি অযথাই মনে রাখছো
সংবদলের কিছু সংঘাত
আর ক্রেংকার হয়ে ভাসছো
সোনা বন্দের মতো ঝরোখায়
Comments