কবি তীর্থঙ্কর সুমিত -এর একটি কবিতা

 ঘর দখল



ভুলিয়ে দেয় সব

চোখের জল বিন্দু হতে হতে

আবার,

নতুন ভালোবাসার জন্ম হয়

মুখ ঘোরালেই

অপেক্ষা করে ...

এক দুইয়ের নামতা

ভালোবাসার লড়াইয়ে

তুমি জয়ী

দীর্ঘপথ ----

পথিক ঘরে ফেরে

আমরা অবাক

ঘুড়ি উড়ছে

সুতোরা যে যার লাঠাইয়ে

কেউ জানেনা কার ঘুড়ি

কার ঘর দখল করবে

তবুও উচ্চস্বরে

ভোকাট্টা ____





Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024