Monday, August 23, 2021

কবি মিঠুন রায় -এর একটি কবিতা

 তটভূমি 




জো‍ৎস্নায় জেগে ওঠে

উন্মুক্ত বধ্য তটভূমি, 

হৃদয়-বিভূতি জুড়ে লেগে আছে

অমৃতের অম্লান ঘ্রাণ।


প্রাণহীন দেহ থেকে নেমে আসে

স্তব্দতার তরঙ্গরাশি,

সেই সকল অনুপম ঐশ্বর্যের সাক্ষী হয়ে থাকুক এই উপল ভূমিখন্ড। 


বিদায় মুহূর্তের শুকনো পাতার মতো খসখসে শব্দের বাতাবরণ নিয়ে,

অপেক্ষার শব্দ ঘনিয়ে আসে কালপুরুষের মায়াবী বীণা থেকে।


জীবন দ্রুত অতীত হয়ে থাকে 

মায়াবী স্বপ্নের মতো,

শ্মশানের পোঁড়াকাঠে লেগে থাকে বৈরাগ‍্যের অনুভূতি।

No comments: