কবি গোবিন্দ মোদক -এর একটি কবিতা
প্রত্ন-কথা
প্রতিটি তিন-পঙক্তি শেষে একবার অল্প-থামা,
তারপর আবার সনিষ্ঠ উচ্চারণ
গলার ওঠানামা... স্বরক্ষেপণ ...
স্বর-যুক্তি ... স্বর-মুক্তি ... আর বিষাদ ...
এভাবেই একসময় শেষ হয় ত্রিপদী কবিতা ...
ফুরায় একলব্যের কাহিনী ...
তখন জনপদ জুড়ে শুধুই অর্জুনের আস্ফালন।
তবু ইতিহাস দাগ রেখে যায়।
পৃথিবীটা জানে --
প্রকৃত সত্য কোথায় প্রোথিত আছে !
Comments