Monday, August 16, 2021

কবি রানা জামান-এর একটি কবিতা

 মন্দ ভালোর নামে আছে সকল কামে




ভালোর সাথে মন্দ মিশে লাগায় দ্বন্দ্ব কী যে জগাখিচুড়ি

মন্দের বাহাদুরি থাকে না তো জুড়ি বাজায় এলাহি তুড়ি


দোলটা তুলে হিপে ভালোর গলা টিপে বাচ্চা দানে সারমেয়

ধাধা লাগায় চোখে আসতে থাকে লোকে ভেঙ্গে দিয়ে দ্বারকেও


দাপট বেহাল মন্দে দুর্বল কাহিল গন্ধে কাটা পড়ে অক্সিজেন

সবই জানে কর্তা পাতে নিয়ে ভর্তা দাবা খেলার প্রক্সি দ্যান


ভালোর ভাগ্যে ঠেঙ্গা আরো জোরে ভেঙ্গা থাকুক হয়ে কুনোব্যাঙ

রোদে পোড়ে নিত্য গিলে টিলে পিত্ত খেতে পাচ্ছে কুচোচ্যাং


বাড়ছে সংখ্যা মন্দের গলা টিপছে ছন্দের খেলে যাচ্ছে ক্যাসিনো

দিনে কিংবা রাতে দেখছি আছে সাথে রাষ্ট্রের অনেক মেশিনও


আমজনতায় ভালো আছে অগোছালো মুচকি হেসে ধুকছে

বাড়ছে সংখ্যা নিঃস্বের এটাই চিত্র বিশ্বের মন্দে ভালো ঝুকছে

মন্দ ভালোর নামে আছে সকল কামে সবাই চ্যালা শয়তানের

যা খুশি তা করছে জতুর গৃহ গড়ছে মত্ত নষ্ট লয় তালের।

No comments: