কবি তৈমুর খান -এর একটি কবিতা
ভবিষ্যৎ
বেলা বাড়ছে
বেজে যাচ্ছে ধৈর্যের সংগীত
বিপ্লবের মঞ্চ বেঁধে স্বপ্নের নীলরাষ্ট্র ছড়াচ্ছে উদ্বেগ
সময়ের তরঙ্গ এসে ছুঁয়ে যাচ্ছে আমাকে
বিকেলে আলোর চিঠি আকৃষ্ট করেছে
এখানে অন্ধকারের পাহাড়ে
দু একটি সুড়ঙ্গ গিরিখাতে
ভবিষ্যৎ উঁকি মারছে :
কী সুন্দর মাজা, পুলক মাখা পলক
ঠোঁটে ঠোঁটে নতুন চুমুর অভিঘাত
ধৈর্যের স্বরলিপি আর দূরের দর্শক আমি
যদিও অভিযাত্রী, যদিও বশংবদ
সময়ের কাছে রেখেছি সমর্পণ
নিঃস্ব ঝরনায় ধুয়ে নিয়েছি হাত মুখ
Comments