কবি আবদুস সালাম -এর একটি কবিতা
যন্ত্রণার স্বরলিপি
যন্ত্রণার বারান্দায় শুয়ে থাকি
স্বপ্নেরা আলতো ছোঁয়ায় ঢেলে দেয় ভালোবাসা
কোমর ক্ষয়ে যাওয়া আত্মারা মধ্যযুগের ইতিহাস পড়ে
শস্যহীন গোলায় পড়ে থাকে ইঁদুরের সহবাস
কাতরানি মেখে ইতিহাসের চুড়ি পড়ি
ধর্মের আফিম খেয়ে সংবেদনশীল হই
ঈশ্বর খুঁজে চলেছে নিরুচ্চারীত পদাবলী
গেয়ে চলি নষ্ট প্রেমের কীর্তন
ভ্রান্তির আসকারায় সাজি নিমাই অবাঞ্চিত ঘামে ভিজে যায় উল্লাসিত বারান্দা
ছায়ারা পৌরুষহীন দহনে হয় জর্জরিত
শ্রমিক বিক্ষোভ উড়ে যায় ঔপনিবেশিক ঝড়ে
ছায়া ঈশ্বর আদিম উত্তরণের ক্রম সাজায়
রক্ত পতাকায় সেঁটে দিই পূর্বপুরুষের দীর্ঘশ্বাস
এভাবেই ভাবি প্রজন্মের কাছে রেখে যাবো যন্ত্রণার স্বরলিপি
Comments