কবি শ্রাবণী মুখার্জী -এর একটি কবিতা
দশভুজা
আমার চোখে দশভুজা ,করেছো শক্ত করো নি কুঁজা ।
আমার চোখে দশভুজা ,কোমলে মেরুদন্ড সোজা ।
বিশ্ব সংসার আগলে রাখা ,হোক না তার আঁচল ছেঁড়া।
ধর্ম বায়ু কর্ম জোগায় , করুণাময়ী আসন পাতায় ।
বিচার বিনা ধরণী মাঝে ,দেয় না হানা কোনো কাজে ।
জড়িয়ে ধরলে শান্তি ভাসে ,কোটি দুঃখে নয়ন হাসে ।
জগত ভরা অপরাধে , সকল ভার তোমার কাঁধে ।
ক্লান্ত শরীর চালাতে জানো ,এই পৃথিবী তোমার মানো।
আষ্টেপৃষ্ঠে বাঁধবে কখন ,অ-শিক্ষিতাতেও বিচক্ষণ ।
সেই তো গভীর চিন্তাধারা ,তুমি বিনা যে মনিহারা ।
তোমার দীপ্ত ভালোবাসা ,আমার গর্ব আমার আশা ।
বিচার তোমার ছাঁকনি সমান ,তুমি আমার মুশকিল আসান ।
ভুল শুধরে কাছে টানো ,মমতাময়ীর আঁচল আনো ।
কুসুম গরম নরম হাত ,সকল শুভ সকাল রাত ।
তোমার বুকেই পরম পাওয়া, শুধু স্নেহের আসা যাওয়া ।
একই অঙ্গে হাজার রূপ ,দেব আলয়ে সুগন্ধী ধুপ ।
তোমার দু-চোখ স্বপ্নময় , হাসিতে তোমার রাজ্যজয় ।।
Comments