কবি জয়তী দেওঘরিয়ার -এর একটি কবিতা
প্রতীক্ষা
এ কোন্ বিশ্ব
দেখে জাগে সংশয়!
সারা দেহ ধূলি-ধূসরিত।
তোমার ঐ অপরূপ রূপ
কে করিল হরণ,কালিমালিপ্ত?
কে সেই হানাদার-বর্বর!
তুমি কি করেছো তারে ক্ষমা?
নিজ শক্তি আস্ফালনে লিপ্ত সারাক্ষণ।
'আমিই শ্রেষ্ঠ, আমিই বীর'--
প্রমাণ করতেই ব্যস্ত।
এ ভাবে চলতে চলতে
একদিন লুপ্ত হবেই
তোমার বুক থেকে
আস্ফালনকারীর অস্তিত্ব।
ভয়ঙ্করের কলোমেঘ
সরে যাবে একদিন,
সুন্দর সুষমায় পূর্ণ হবে এ বিশ্ব,
তারই প্রতীক্ষায়।
Comments