কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা
তোমার সঙ্গে
যাব আমি যাব তোমার সঙ্গে যাব
কোথায় গিয়ে কী যে খাব আমি খাব
সেথায় যদি হয় গো দেখা ঐ বাংলার মাঠ
জলাজমি অরন্য আর নদী পুকুর ঘাট
শালিক ডাকবে কিচিরমিচির সুরে
বনলতা ঘেরা বনপলাশি নাচবে অচিন পুরে
কোকিল ডাকবে কুহু কুহু রবে
কোকিলা আসবে ছূটে আপন সগৌরবে
সেথা আমি যাব গাইবো নতুন গান
ভাদ্রের নীল আকাশের ছেঁড়া মেঘের টান।
তবুও সোঁদা গন্ধের গন্ধ লাগবে নাকে
শরৎ আসবে শিউলি ঝরবে তাল পড়বে ঢাঁকে
এমন পুজোর শারদীয়া কেন যে আজ মনমরা
বাঙালি হৃদয় তবুও কেমন সুধারসে ভরা।
যাব আমি যাব সেথা পুজোর সাজ পরে
আনন্দে মাতবে যেথায় মানুষ থরে থরে।।
Comments