Sunday, November 14, 2021

কবি সুমিত্রা পাল -এর একটি কবিতা

 অর্থই অনর্থ

 



এক বিশাল নাট্যমঞ্চ আমাদের পৃথিবী,

নাটক অভিনীত হয়ে চলেছে নিরবধি।

আমরা সকলে এক একটা চরিত্র ,

বোঝা দায় কে অপবিত্র কে পবিত্র।

একফোঁটা থামার সময় নেই কারো,

শুধু চাই, শুধু চাই ,চাই আরো।

চাহিদার নেই সীমা-পরিসীমা ,

ভুলেছে সকলেই নিজের গরিমা।

মন মধ্যে চলছে সর্বক্ষণ অস্থিরতা,

 মুখ ফিরিয়ে নিয়েছে মানবতা।

সদাই ছুটছে নেই পিছু ফেরার সময়,

কোনো কিছুতেই ভরে না হৃদয়।

ভালো থাকা সুখে থাকার বাসনায়,

 দৌড়ে চলেছে নব নব ঠিকানায়।

পথ যতই হোক পিচ্ছিল ও কণ্টকময়,

তবুও কারোর নেই কোন ভয়।

অর্থের বিনিময়ে জীবনকে করে রঙিন,

 অর্থ ছাড়া নাকি এ জীবন মূল্যহীন।

আবেগ ,ভালোবাসা আজ সবকিছু হীন,

অর্থের বিনিময়ে শোধ করে প্রীতির ঋণ।

অর্থ দিয়ে বিচার হয় মানুষের মূল্য 

মানুষ আজিকে হয়েছে বস্তুর তুল্য।

অর্থ লাভে মূর্খও মানি হয়ে যায় ,

অর্থহীন জ্ঞানী লোক মান নাহি পায়।

অর্থের বিনিময়ে কুতসিৎ সুন্দর হয়,

স্বার্থপর লোভীও উচ্চ আসনে রয়।

জীবনের সব সুখ নাকি দিতে পারে অর্থ,

অর্থ ছাড়া এ জীবন নাকি একেবারে ব্যর্থ।

অর্থ ,অর্থ করে অনর্থ এনেছে ডেকে,

অর্থের পিছু ছুটছে সব,মান ফেলে রেখে।

No comments: