Monday, November 22, 2021

কবি কমল মন্ডল -এর একটি কবিতা

 চেনা গন্ধ 

                   


সুন্দরতাকে উপেক্ষা করে তুমি চলে গেছো সাফল্যে

আমি জানি, তুমি চলে যাবে স্নান ঘরে 

শরীর ভিজিয়ে ভাববে নাতো আমায়

স্বপ্ন খুঁজে পাওয়া যায় সকল মধু 

আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি নরম শাড়িতে।

চুড়ির চেনা শব্দ কানে বাজে আমার 

কেউ কোথাও নেই 

কে ওখানে দাঁড়িয়ে। কেউ কোথাও নেই 

একটা খুব চেনা গন্ধ ঘরময় ছড়িয়ে 

আমাকে জড়িয়ে ধরলো, গলা শুকিয়ে গেছে 

কাঠগলায় বললাম কে ওখানে দাঁড়িয়ে 

কোনো আওয়াজ নেই!

মেয়ের কান্নায় ঘুম ভেঙে যায়। 

No comments: