কবি অভিজীৎ ঘোষ -এর একটি কবিতা
এগরোলের বস্ত্রহরণ
যুগের সাথে তাল মিলিয়ে
ফাস্ট ফুডেতেই জীবন বাঁচে;
তাইতো এখন হকার মেলে
রাস্তা মোড়ে, গলির পিছে।
যেইনা আমার নিদ্রা ভাঙে,
খুব সকালে দড়াম করে;
দন্ত পাটি বাগিয়ে ঘসে,
ফাস্ট ফুডেতেই পেট যে ভরে।
হঠাৎ করে বাদল দিনে
মনের মধ্যে জাগলো সাধ !
এগরোলেতে পেট ভরাবো,
আর বাকি সব পরবে বাদ।
মুরগি গুলো বলবে জানি,
মানুষ গুলো নিপাত যাক।
হংস ডিমে রোল বানাবে;
মুরগি মহল শান্তি পাক।
হকার দেখি চটাং করে
মোর হাতে এক রোল ধরালো।
যেইনা আমি রোল ধরেছি,
পয়সা চেয়ে হাত বাড়ালো।
হিসাব-নিকাশ সব মিটিয়ে,
যেইনা রোলে কামড় দেবো!
তাকিয়ে দেখি হাতের পানে,
কামড় দিলেই কাগজ খাবো।
খুলতে থাকি কাগজ খানি,
টানতে থাকি জোরে;
বলতে থাকি বিড়বিড়িয়ে,
"দুশাসন আয় ফিরে।
করতে হবে বস্ত্র হরণ,
তবেই পাবো রোলের স্বাদ।
নইলে শুধু মরবো টেনে
করতে হবে আর্তনাদ! "
কৃষ্ণ রূপে হকার রেডি
অঢেল শাড়ির জোগান দিতে,
শীর্ণ দেহে দ্রৌপদী আজ
নগ্ন হবে পেট ভরাতে।
বস্ত্র হরণ সাঙ্গ হলো
দু-দশ মিনিট কাটার পরে।
ক্রেতা মরে ক্ষিধের জ্বালায়
গাঁটের কড়ি খরচ করে।
ফাস্ট ফুডেতে দারুণ মজা,
রোগ জ্বালাতে ভরছে দেহ;
তবুও দেখি লাইন দিয়ে
রোগ কিনে সব যাচ্ছে গৃহ।
Comments