Sunday, November 14, 2021

কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা

 শব্দ সাগর



মাথার তীব্র যন্ত্রনা বাড়তে থাকে অভাবের তাড়নায়

দুহাতে খামচে ধরি বিছানার চাদর

অঝোর চোখের জলে বালিশ ভিজে যায়

আমি তোমাকে আঁকড়ে ধরি

তুমি আমাকে শব্দ দাও

তোমার চোখের জলে আমার শব্দ সাগর হয়

তুমি নীরবে বয়ে যাও।

No comments: