কবি শেখ নজরুল -এর একটি কবিতা
পূর্ণিমার চাঁদ
আবার দুজনে হবে দেখা বিদায় লগ্নে,
বলবো খুলে মনের কথা ভালোবাসার সন্ধিক্ষণে।
নেমে আসবে সোহাগ
পূর্ণিমার চাঁদ,
দুজনার মনে অনুভব হবে ভালোবাসার স্বাদ।
শরতের শিউলি ফুলের সুগন্ধে বাতাস যাবে ভরে,
আমরা দুজন হারিয়ে যাবো প্রেম সাগরে।
মন দিয়ে দেখবো তোমার ওই চাঁদ মুখ,
ফিরে পাবো হাজারো অজানা সুখ।
তোমার হাসিতে মুখরিত হবে সোনালী সন্ধ্যা,
তোমাকে উপহার দেবো অঙ্কুরিত রজনীগন্ধা।
সেই অঙ্কুর ফুটিয়ে তুলবো আমরা দুজন মিলে,
সেই স্মৃতি গাঁথা থাকবে সারা জীবন দুজনার দিলে।
Comments