কবি গোবিন্দ মোদক -এর একটি কবিতা
সমর্পণ
ঘুম পেলে ঘুমাবো না,
এটা কোনও কাজের কথা নয়,
তবু সম্যক জানি ---
পৃথিবীর সমূহ ঘুম নেমে এল চোখের পাতায়
কোনও নিদ্রার দেবী আঁচল পেতে রাখেন বিশ্বমাঝে,
ঘুমের মাঝে কোনও সুরেলা স্বপ্ন
দেখে ফেলে দয়িতার নীল চোখ, শ্রাবণের কেশরাশি,
আর শুনে ফেলে ধ্বনিত ভালোবাসার গান।
তখন ভিতরে ভিতরে মোমের গলন ...
ভিসুভিয়াসের প্রবল আক্ষেপ ...
আর নিজেকে নিঃশেষ করবার তাপিত প্রহর !
অবশেষে ক্লান্তিহীন অবগাহন
আর নির্বিষ জাগরণের তুমুল পালাগান !
Comments