একুশ শতকের শিশুটি
বাঁধন ভেঙে আসছে ভোর
আলোক-শিশু বাড়ছে গর্ভে
ভ্রূণের বুকে না মেরে লাথি
বরং এসো খুশীতে মাতি।
শুকনো মুখে কাটুক দুদিন
অথবা ঝাঁপাক অনটন
নাচার বসে থাকাই ভালো
যেহেতু দুহাত অনেক কালো।
সব কালি যে যাবেই মুছে
একুশ শতক দুলুক আলোয়
তেমন শিশুর শুনছি হাসি
হৃদয় যখন সর্বনাশী।
No comments:
Post a Comment