Sunday, November 28, 2021

কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 কথোপকথন



শরীর জুড়ে মহুয়া ফুল

শরীর জুড়ে কালো

'ও' মেয়ে তোর শরীরে কি

বিদ্যুৎ চমকালো?


শরীর জুড়ে কাশফুল তোর

শরীর জুড়ে আলো

'ও' ছেলে তোর সন্ধ্যেবেলার

চরিত্র কি ভালো?

No comments: