মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
চিত্র
ঘন ঘন রং পালটাই চিত্রকর মাছরাঙাটার
কখনো সে মাছ ধরে কখনো মনুষ্যত্ব
সুযোগ পেলে কাঁকড়াও ধরে নয়তো সে ফানুস।
চিত্রকর চিত্র আঁকে সৃষ্টি তাঁর বিষ্ময়কর
বিবেক তাঁর তুলির টান আঁকে সময়ের বিবর্তন
সব রং এক হয় কানামাছি আমরা যখন।
Post a Comment
No comments:
Post a Comment