Sunday, November 14, 2021

কবি কমল মন্ডল -এর একটি কবিতা

 চিত্র



ঘন ঘন রং পালটাই চিত্রকর মাছরাঙাটার

কখনো সে মাছ ধরে কখনো মনুষ্যত্ব 

সুযোগ পেলে কাঁকড়াও ধরে নয়তো সে ফানুস। 

চিত্রকর চিত্র আঁকে সৃষ্টি তাঁর বিষ্ময়কর 

বিবেক তাঁর তুলির টান আঁকে সময়ের বিবর্তন 

সব রং এক হয় কানামাছি আমরা যখন। 

No comments: