Sunday, November 14, 2021

কবি অভিজিৎ দত্ত -এর একটি কবিতা

 শিশু



প্রত‍্যেকটি শিশু হবে

এক,একটা নক্ষত্র

যদি ঠিকমতো পায়

আমাদের সাহায্য

আমরা যদি শিশুদের

ঠিকমতো সাহায্য করতে পারি

তাদেরকে ঠিকমতো যত্ন করি

এই শিশুরাই ভবিষ্যতে নক্ষত্র হবে

খুব তাড়াতাড়ি।


শিশুদের বোঝা, বোঝানো

তাদেরকে সঠিক পথ দেখানো

অভিভাবকদের বড়ো দায়িত্ব

অভিভাবকরা যদি শিশুদের নেই যত্ন

শিশুরা হবে এক,একটি রত্ন।


শিশুরাই জাতির ভবিষ্যৎ

এটা মনে রেখো সব

আমরা যদি শিশুদের

মানুষ করতে পারি

আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে

খুব তাড়াতাড়ি।

No comments: