কবি সৌমেন্দ্র দত্ত ভৌমিক -এর একটি কবিতা
দিশান্তর
জহান্নমের তখতে বেশ বেশ আছি বসে।
ফুরফুরে ফুলেল আমেজ মগজের কোষ-কোষান্তরে
যেন হাসাহাসির ফুলঝুরি।
এরপর আধবোজা চোখে ঢুলঢুলু বিক্রম ত্রাস
ছড়ায় নাভিশ্বাসে।
চকিতচপলা মুহূর্তের ঘরে অতিঘন অকাতরে
বাজে দুন্দভি, হঠাৎ ওড়ে রাতজাগা ত্রস্ত পাখী,
বিষ-বিষয়ে নারাজ আকুলতা
তথাপি খোঁজে একখণ্ড বাতিল অনাবাদী জমি-
সেখানেই আবার আবার বসত-নির্মাণ,
নির্মিত ইমারতে একমুঠি বাচাল অকাল আকাশকুসুমে
ভর্তি হাওয়ায় শুধুই কালাতিপাত,
ধোঁয়াশায় এখনো অন্তরাল স্পষ্ট স্পষ্টতর
যেদিকে প্রত্যাশায় জন্নত-সরণী।
Comments