কবি সৌমেন্দ্র দত্ত ভৌমিক -এর একটি কবিতা

 দিশান্তর



জহান্নমের তখতে বেশ বেশ আছি বসে।

ফুরফুরে ফুলেল আমেজ মগজের কোষ-কোষান্তরে

যেন হাসাহাসির ফুলঝুরি।

এরপর আধবোজা চোখে ঢুলঢুলু বিক্রম ত্রাস

ছড়ায় নাভিশ্বাসে।

চকিতচপলা মুহূর্তের ঘরে অতিঘন অকাতরে

বাজে দুন্দভি, হঠাৎ ওড়ে রাতজাগা ত্রস্ত পাখী,

বিষ-বিষয়ে নারাজ আকুলতা

তথাপি খোঁজে একখণ্ড বাতিল অনাবাদী জমি-

সেখানেই আবার আবার বসত-নির্মাণ,

নির্মিত ইমারতে একমুঠি বাচাল অকাল আকাশকুসুমে

ভর্তি হাওয়ায় শুধুই কালাতিপাত,

ধোঁয়াশায় এখনো অন্তরাল স্পষ্ট স্পষ্টতর

যেদিকে প্রত্যাশায় জন্নত-সরণী।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ