Sunday, November 14, 2021

কবি সৌমেন কর্মকার -এর একটি কবিতা

 একদিনের জীবন



একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম নীলচে আকাশের মেঘে,

গান ও গল্পঃ সব শুনে শুনে পাখিদের—

ছুটতাম দুর-দুরান্তর বাতাসের বেগে।


একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম নানা রঙের সুবাসিত ফুলে,

কাজে লাগাতো পূজায় অঞ্জলী অথবা—

বসে থাকতাম প্রেমিকার খোঁপার চুলে।


একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম ছেলেবেলাতে কৈশোরে ফিরে,

আচার-স্কুল ছুটি-বায়োস্কোপ-লোডশেডিং—

খেলতাম বারবার যা হারিয়ে গেছে চিরতরে।


একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম কৃষ্ণচূড়া-শিমুল-ছাতিম গাছে,

ছায়ায় গ্রামের পথ-আড়ালে রেখে রোদ—

মেঘ বনতাম বন-ময়ূরীর আদর ভঙ্গী নাচে। 


একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম শ্রাবণের অভিমানীনি বৃষ্টি হয়ে,

বারিধারায় নিস্তেজ করে কংক্রিটের শহর—

ভাসতাম গাঢ় কুয়াশায় শীতের পরশ ছড়িয়ে।


একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম গ্রামের সবুজ ধানে-ভরা মাঠে,

আলের পথে ছেলে-ছোকরার কোলাহল—

দেখতাম এক বাঁধা তরী-পদ্মা নদীর ঘাটে।


একদিনের যদি জীবন হতো

জন্ম নিতাম গোধূলি শেষের সন্ধ্যাবাতিতে,

মা—ঠাকুমারা তুলসিতলায় শঙ্খ উলুধ্বনি—

হয়ে যেতাম সোনালী চাঁদ পূর্ণিমার রাত্রিতে।

No comments: