নদীহীন
যে শহরে এনেছ ফেলে সেই শহরে কোনো নদী নেই
প্রতিদিন হা হা শব্দে নদী খুঁজেছি
তবুও লিখিনি কোনও নৌকার কবিতা
ভিজতে চেয়েছি প্রতিবর্ষায় থৈ থৈ হাঁটু জলে
ভাসিয়েছি আমার কাগজের নৌকা
দমকা বাতাস এলোমেলো করে দেয় আমায়
উল্টোনো নৌকাকে সোজা করে ঠেলে দিই
নদীহীন শহরের খাঁ খাঁ বুক
ওকেই আমি আপন করে নিই।
No comments:
Post a Comment