Sunday, November 14, 2021

কবি আবদুস সালাম -এর একটি কবিতা

 মুখোমুখি



আকাশের বুকে মেঘ বারবার জমে

প্রান্ত বরাবর তার আবেদন

বাঁকে বাঁকে জমে আছে ক্ষয়


প্রতিটি স্টেশনে ভরে নিই জ্বালানি

মুঠো বন্দী পতন পতাকা ওড়ায়

ফিরে আসি সংসারের টানে

চুমুতে চুমুতে ভরে দিই উঠোন

অপ্রতিরোধ্য মনন

মন্থনে মন্থনে উঠে আসে গরল

সহবাস কথা মেনে সংসারান্ত উতল হাওয়া


নক্ষত্রের গায়ে লিখে রাখি গোলাপী ব‍্যাথা

পরতে পরতে বাঁধা পাস ফেলের উপাখ্যান

প্রবাহিত যমুনায় ভাসছে চাঁদের নূপুর

লোকেরা পালা করে গাইছে মৃত্যুর গান


খুচরো খুচরো অবক্ষয় আর দুঃস্বপ্নের সিলেবাস

অলিখিত জীবন জন্মের আগেই মরে যায়

মৃত্যু গহ্বর থেকে উঠে আসে চাওয়া পাওয়ার অনুরোধ

পেছনের দরজায় ধ্বনিত হয় কীটদ্রষ্ট গোপন অভিসার


চাঁদের মাটিতে জোয়ার এলে আবার মিশে যায় সীমাহীন অভিমানে।

No comments: