কবি রানা জামান -এর একটি কবিতা
একান্ত
পুরোনো ডায়রিটা খুঁজে পাবে না তোমরা
যতই পুরোনো বান্ধব হও না কেনো
নখ কি জানে নিচের মাংশ কতটুকু জ্যান্ত
বা মরা; একান্ত কিছু বিষয় জানে না শয্যাসঙ্গিনীও
পিরামিড থেকে শুরু করে প্রত্নতত্ত্ব
ব্যবচ্ছেদ করে জেনেছি অস্তিস্তে বিলীনের মতো
আপন হয় না কেউ; সর্বংসহা পৃথিবীও
মাঝে মাঝে উদগিরন করে লাভা
অথচ অলিন্দে বাসরত তুলাংশ
রক্তচক্ষু সহ্য করে না একদম
বুথে বুথে যেতে হয় বাণিজ্য রক্ষায়
কত যে বিচিত্র মানুষের ব্যবহার
কেউ কোকিল, খরগোস কেউ
কখনো শেয়াল কখনো বা গর্দভ
মানুষ সকল প্রকার প্রাণীর
স্বভাব ধারন করে স্বার্থটা আদায় করতে
এই শূন্যতা ভেতরে নিয়ে বসি তাঁতে
দাড় টেনে এগোই অজানা-জানা সামনে
অদৃশ্য ডায়রিতে মাঝে মাঝে লেখা হয়
ছান্দিক অক্ষর যা একান্ত থেকে যায় আজীবন।
Comments