কবি সৈয়দ শীষমহাম্মদ -এর একটি কবিতা

 গীত 

    


আকাশ পানে চেয়ে আমার 

                      কাটছে জীবন,

হায়রে পোড়া কপাল কেন 

                        হয়না মরণ l


হয়না পাওয়া এ জনমে 

               সময় চলে যায়,

শেষের কালে এসে কেন 

               বিচ্ছেদ ব্যাথা পায় l


জীবন ভর ডেকেই গেলাম 

             এসো আমার ঘরে,

মনিকোঠায় রাখবো ধরে 

              থাকবে হৃদয় জুড়ে l


মন যে আমার ভোলা ভালা 

                ভেবে ছিলাম পাবো,

হৃদ মাঝারে রেখে তোমায় 

                 এ জনম কাটাবো l


আকুলি বিকুলি মনে 

               করছি স্বরণ,

তবু কেন পাইনা সাড়া 

                হয়না দরশন l

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ