গীত
আকাশ পানে চেয়ে আমার
কাটছে জীবন,
হায়রে পোড়া কপাল কেন
হয়না মরণ l
হয়না পাওয়া এ জনমে
সময় চলে যায়,
শেষের কালে এসে কেন
বিচ্ছেদ ব্যাথা পায় l
জীবন ভর ডেকেই গেলাম
এসো আমার ঘরে,
মনিকোঠায় রাখবো ধরে
থাকবে হৃদয় জুড়ে l
মন যে আমার ভোলা ভালা
ভেবে ছিলাম পাবো,
হৃদ মাঝারে রেখে তোমায়
এ জনম কাটাবো l
আকুলি বিকুলি মনে
করছি স্বরণ,
তবু কেন পাইনা সাড়া
হয়না দরশন l
No comments:
Post a Comment