Sunday, November 14, 2021

কবি তৈমুর খান -এর একটি কবিতা

 বৃত্ত

 



 ইঁটের সারির নিচে মৃদু জলাশয়

 আমি আর মৎসগন্ধা থাকি

 প্রহরে প্রহরে সঙ্গম

 বিকেলে চায়ের কাপ হাতে

 সান্ধ্য ঢেউয়ে ভিজে যাই আমি

 খেলা তবু বৃত্তের পরিধি

 দৈনন্দিন সূর্যের হাসিতে গতানুগতিক দিন

 গড়াতে গড়াতে নীলাচলে

 উড়ে যায় প্রভুর ক্যালেন্ডার

 মৃত না জীবিত আমি? হে গল্পের ঈশ্বর!

 গলায় পান আঁকা মাদুলি

 বিবাহ বার্ষিকী তেইশে ডিসেম্বর!

No comments: