Sunday, November 14, 2021

কবি মিলি দাস -এর একটি কবিতা

 আমার শহর



মুমূর্ষু পৃথিবী ঘুরে,

নক্ষত্র রাত্রির 

গভীর পাদদেশ ছুঁয়ে,

সাগরের উপকণ্ঠে বসে

ক্ষিদের আর্তনাদ শুনে,

ঐ দূরে প্রাচীন শতাব্দীর 

ঝড় থেমে গেলে

এই শহরের বুকে

ঘুরতে একদিন আসবো।

দেখতে আসবো

বুঝতে আসবো

আর জানতে আসবো

ভালোবাসার প্রিয় শহর

কেমন আছো তুমি?

No comments: