Sunday, November 14, 2021

কবি সেখ নজরুল -এর একটি কবিতা

 অভাগী

      

     


সাধারণ পরিবারের মেয়ে আমি,

তবুও তোমাকে অসাধারণ ভালোবেসেছিলাম।

এটাই কি আমার অপরাধ?


জীবনের শেষ লগ্নে এসে,

কেন যে এখনো সেই ভালোলাগা স্মৃতি মনে পড়ে বারবার আজও আমার অজানা।


হয়তো ভালোবাসাটা আমার সাধারণ ছিলো না,

কিন্তু তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা হয়তো সাধারণ ছিলো।

বিশ্বাস করো আমি সাধারণ হলেও,

তোমাকে অসাধারণ করে রাখতাম।

কি আর করব বলো!

এভাবে বাকি জীবনটা তোমাকে ছাড়া কাটিয়ে দিতে হবে।

যখন তুমি আমায় ভালোবেসেছিলে,তখন তুমিও আমার সাথে সাধারণভাবে এসেছিলে।

আজ তোমাকে পাওয়া তো দূরের কথা,

তোমার কথা ভাবতেও আমাকে করেছে মানা, কারণটা আজও আমার অজানা।


জীবনে চলার পথে তুমি রেখেছিলে আমার হাতে হাত, কখনো ভাবিনি সেই মায়ার বাঁধন ছিন্ন করে অন্যের সাথে ঘর বাঁধবে।

আজ তোমাকে বলার কিছু নেই,

তবে একটি কথা বলার ছিলো,

আমি সাধারণ হলেও তোমাকে অসাধারণ ভালোবেসেছিলাম।

No comments: